shono
Advertisement

ইংরেজ স্পিনারের ভিসা বাতিল, মোদি সরকারকে কড়া বার্তা সুনাক প্রশাসনের

ভারত-ইংল্যান্ড টেস্টের বল গড়ানোর আগই রীতিমতো উত্তপ্ত পরিবেশ শোয়েব বশিরকে নিয়ে।
Posted: 03:24 PM Jan 24, 2024Updated: 04:27 PM Jan 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিসা না পাওয়ায় ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলা হচ্ছে না ইংল্যান্ডের ২০ বছর বয়সি স্পিনার শোয়েব বশিরের (Shoaib Bashir)। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারের ভিসা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় ইংল্যান্ডেই ফিরে গিয়েছেন। বশির ইস্যুতে কড়া মনোভাব নিচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রশাসন। 
বিলেতের সংবাদমাধ্যমে এর তীব্র নিন্দা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। তার আগে লন্ডনের সংবাদমাধ্যমে টেস্ট বয়কটের ডাক দেওয়া হয়েছে। শোয়েব বশির (Shoaib Bashir) ইস্যুতে কড়া অবস্থান নিচ্ছে ব্রিটিশ প্রশাসন। যদিও পৃথক ভাবে শোয়েব বশিরের ঘটনার উল্লেখ করেনি সুনাক সরকার। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যমে সুনাক সরকারের মুখপাত্র যে বক্তব্য পেশ করেছেন, তাতে অনেকেই মনে করছেন মোদি সরকারের উপরে ভিসা-ইস্যুতে চাপ বাড়ানো হচ্ছে। পরবর্তী টেস্ট ম্যাচগুলোর আগেও যদি শোয়েব বশিরের ভিসা পেতে সমস্যা হয়, তাহলে আরও কড়া হবে সুনাক সরকার, একথা বলাই বাহুল্য। ভিসা না পেয়ে ইংরেজ স্পিনারের দেশে ফিরে যাওয়াকে ভালোভাবে নেওয়া হচ্ছে না বিলেতে। 

Advertisement

[আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট বয়কটের ডাক ইংল্যান্ডের সংবাদমাধ্যমে, কিন্তু কেন?]

দ্য গার্ডিয়ানকে সুনাক (Rishi Sunak) সরকারের মুখপাত্র জানিয়েছেন, ভিসা সংক্রান্ত বিষয়ে ব্রিটিশ নাগরিকদের সঙ্গে সব সময়ে সঠিক আচরণ করবে ভারত, এটাই আমরা প্রত্যাশা করি। ইতিমধ্যেই পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভারতের ভিসা পেতে সমস্যা হওয়ার কথা আমরা তুলে ধরেছি। ভারতীয় দূতাবাসের কাছে ভিসার আবেদন করার অভিজ্ঞতা নিয়ে কয়েকজন অভিযোগ জানিয়েছেন। সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন সুনাক সরকারের মুখপাত্র।
ভারত ভিসা না দেওয়ায় ক্ষিপ্ত বিলেতের মিডিয়া। তারা ক্ষোভ প্রকাশ করেছে কড়া ভাষায়। দ্য টেলিগ্রাফ লিখেছে, ”শোয়েব বশিরের সঙ্গে নির্লজ্জ ভাবে যা করা হয়েছে, তার জন্য ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলাই উচিত নয় ইংল্যান্ডের।”

[আরও পড়ুন:‘দেড়দিনে ম্যাচ শেষ করে দেব’, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সিরাজের হুঁশিয়ারি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement