shono
Advertisement

জালালাবাদ ক্রিকেট স্টেডিয়ামে পরপর আত্মঘাতী বিস্ফোরণে মৃত ৮, জখম ৪৫

আহতদের অবস্থা আশঙ্কানক। The post জালালাবাদ ক্রিকেট স্টেডিয়ামে পরপর আত্মঘাতী বিস্ফোরণে মৃত ৮, জখম ৪৫ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:02 PM May 19, 2018Updated: 03:17 PM May 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে পরপর আত্মঘাতী বিস্ফোরণ৷ বিস্ফোরণে এখনও পর্যন্ত আট আফগান নাগরিকের মৃত্যু খবর পাওয়া গিয়েছে৷ বোমায় ঘায়েল হয়েছেন আরও ৪৫ জন৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ স্থানীয় সময় আজ, শনিবার সকালে আফগান শহর জালালাবাদের ক্রিকেট স্টেডিয়ামে আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছে আফগান প্রশাসন৷

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১১টা নাগাদ ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন স্টেডিয়ামের মধ্যে পরপর আত্মঘাতী বিস্ফোরণ ঘটে৷ ঘটনাস্থলেই প্রাণ হারান বেশ কয়েকজন দর্শক৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্টেডিয়ামে ঢোকার মুখে দর্শকরা যখন ভিড় জমিয়েছিলেন, তখনই প্রথম বিস্ফোরণটি ঘটে৷ কিছু বুঝে ওঠার আগে স্টেডিয়ামে দর্শক আসনের মধ্য থেকে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ আচমকা পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা স্টেডিয়াম৷ তৈরি হয় আতঙ্ক৷ প্রাণের ভয়ে শুরু হয় ছোটাছুটি৷ ছোটাছুটির মাঝে পড়ে জখম হন বেশ কয়েকজন৷ পরপর আত্মঘাতী বিস্ফোরণে গুরুতর ভাবে জখম হন বেশ অন্তত ৪০ জন দর্শক৷

বিস্ফোরণের শব্দে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ স্টেডিয়াম ঘিরে ফেলে পুলিশ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফেলেছে পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত৷ তবে, ঘটনার প্রায় ১২ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি৷ তবে, মনে করা হচ্ছে আফগানিস্তানে এখন যখন তালিবান ও আইসিস যৌথ ভাবে তাদের অস্তিত্ব জারি রেখেছে, ফলে এই ঘটনার পিছনে তাদেরই হাত রয়েছে৷

The post জালালাবাদ ক্রিকেট স্টেডিয়ামে পরপর আত্মঘাতী বিস্ফোরণে মৃত ৮, জখম ৪৫ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement