নন্দন দত্ত, বীরভূম: বাংলার বুকে বানচাল নাশকতার ছক! সাধারণতন্ত্র দিবসের আগে বৃহস্পতিবার বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল বীরভূমের রামপুরহাট থেকে। হস্তিকাঁদা এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে বস্তা ভর্তি জিলেটিন স্টিক উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ।
এনিয়ে জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, প্রায় ৬ হাজার ৪০০ জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে। কারা এই বিপুল পরিমাণ বিস্ফোরক কেন ওখানে মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্ফোরকগুলো বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
[আরও পড়ুন: ১৫ দিনের মধ্যে করতে হবে আত্মসমর্পণ, জামিন পেয়েও অস্বস্তি কাটল না নিশীথের]
জানা গিয়েছে, রামপুরহাটের মহম্মদবাজার নলহাটি এলাকায় এর আগেও একাধিকবার বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল। এমনকী এর আগে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের দল জেলা থেকে গাড়ি ভর্তি জিলেটিন, অ্যামোনিয়া উদ্ধার করেছিল। যার ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্ত চালাচ্ছে। গ্রেপ্তার করা হয়েছিল নলহাটির এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে।
এরই মাঝে ফের এদিন রামপুরহাট থানা এলাকায় বিস্ফোরক উদ্ধার হয়। তাও সাধারণতন্ত্র দিবসের আগে হওয়ায় তৎপরতা বেড়েছে পুলিশের। অন্যদিকে সাধারণতন্ত্র দিবসের আগে জেলার প্রতিটি রেলস্টেশন ও রেলপথে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ। তল্লাশির কাজে নামানো হয়েছে পুলিশ কুকুরও।
[আরও পড়ুন: সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচারে অস্ত্র ‘জামাল কুদু’! সুপারহিট রাজ্য পুলিশের ভাবনা]