shono
Advertisement

চলতি মাসেই বেশ কিছু স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে ফেসবুক-মেসেঞ্জার অ্যাপ

পরিষেবা স্বাভাবিক রাখতে এপ্রিল মাসের আগে এই কাজটিই আপনাকে করতেই হবে৷ The post চলতি মাসেই বেশ কিছু স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে ফেসবুক-মেসেঞ্জার অ্যাপ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:28 AM Mar 30, 2017Updated: 05:59 AM Mar 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন ছাড়া একটি গোটা দিন তো দূরের কথা, এক ঘন্টাও কাটানো এখনকার দিনে বেশ মুশকিল! আর স্মার্টফোনে যে অ্যাপ দু’টি সাধারণ মানুষ সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহার করেন, সেই ফেসবুক ও মেসেঞ্জার- দুটিই অ্যাপই চলতি মাসের শেষে বেশ কিছু স্মার্টফোনে আর কাজ করবে না৷ খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর৷

Advertisement

রিপোর্ট মোতাবেক, যে সব ডিভাইসে ফেসবুকের v55 ও মেসেঞ্জারের v10 চলে, সেই সব অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হয়ে যাবে অ্যাপ দু’টি৷ পাশাপাশি, উইন্ডোজ ফোনেও আর ব্যবহার করা যাবে না ওই দু’টি অ্যাপ৷

[বৈঠকে হিন্দু-মুসলিম নির্বিশেষে গাইতে হবে বন্দে মাতরম, নিদান মেয়রের]

তাহলে পয়লা এপ্রিল থেকে কী হবে? ফেসবুক সূত্রে জানানো হয়েছে, ইউজারদের কাছে দুটি অপশন রয়েছে৷ এক, ইউজাররা যেন ফেসবুক ও মেসেঞ্জারের নতুন ভার্সনগুলি আপডেট করে নেন৷ অথবা, ফেসবুকের একটি হালকা ভার্সন, ফেসবুক লাইট ইনস্টল করতে পারেন৷ তাহলেই আর সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে না৷

কিন্তু কেন পুরনো ভার্সনগুলি এভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে? সূত্রের খবর, ইউজারদের ফেসবুক ও মেসেঞ্জারের নিত্যনতুন ফিচারগুলি পরিবেশন করতে চায় সংস্থা৷ যা পুরনো ভার্সনে সম্ভব নয়৷ তাই পুরনো ভার্সনগুলি অবশেষ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

[Jio প্রাইম মেম্বার হওয়ার মেয়াদ কি বাড়ছে? পড়ুন রিলায়েন্স কর্তার বক্তব্য]

The post চলতি মাসেই বেশ কিছু স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে ফেসবুক-মেসেঞ্জার অ্যাপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement