অর্ণব দাস, বারাকপুর: বিধায়ক পবন সিংয়ের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে জালিয়াতির অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় টাকা তোলার অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় ভাটপাড়া। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
জানা গিয়েছে, চলতি মাসের ১২ তারিখ ভাটপাড়ার বিধায়ক পবনকুমার সিং নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে তাঁর নামে খোলা একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের ছবি পোস্ট করেন। যেখানে পরিষ্কারভাবে ফেক অ্যাকাউন্ট থেকে মানুষের কাছ থেকে টাকা চাওয়ার ছবি দেখা যাচ্ছে। গোটা ঘটনাটি নজরে আসার পরেই ১৩ সেপ্টেম্বর জগদ্দল থানায় বিধায়ক লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
[আরও পড়ুন: দুর্নীতিবাজ, চোর! প্রধান শিক্ষককে স্কুলেই তালাবন্ধ করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের]
যদিও তিনি বিশেষ কাজে রাজ্যের বাইরে থাকলেও তাঁর অনুগামীরা গোটা ভাটপাড়া অঞ্চল জুড়ে সকলকে সতর্ক থাকতে বলছে। যদিও অভিযোগ দায়ের করার পর ১ সপ্তাহও কেটে গিয়েছে। বিধায়ক বলছে, তার পরেও পুলিশের তরফে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়নি। তিনি বলেন, “সকলকে সচেতন করতে চাই এই ফেক অ্যাকাউন্ট নিয়ে। থানার আধিকারিকের সাথে কথা হয়েছে।” তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।