মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: বাগনান এবং শ্যামপুরে দু’টি দোকানে হানা দিয়ে নকল বোরোলিন উদ্ধার করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। গত বৃহস্পতিবার তারা হানা দেয়। দু’টি দোকান থেকে নকল বোরোলিন উদ্ধার করে। সেখানে রয়েছে কৌটো, টিউবও।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে ওই এলাকার দোকান থেকে গ্রাহকরা বোরোলিন কেনার পর সেই ধরনের কার্যকারিতা দেখতে পাচ্ছিলেন না। ফলে এটা নিয়ে তারা বোরোলিন কোম্পানির কাছে অভিযোগ জানিয়েছিলেন। তার ভিত্তিতেই বোরোলিন কোম্পানি পুলিশকে জানায়।
[আরও পড়ুন: টেট বানচালের আশঙ্কা পর্ষদ সভাপতির, প্রশ্নফাঁসের ‘বিভ্রান্তিকর’ অভিযোগ শুভেন্দুর]
বোরোলিন কোম্পানির অভিযোগ পেয়ে পুলিশও ময়দানে নামে। শ্যামপুরের দেওড়া বাজারে এবং বাগনানের নুন্টিয়া বাজারে হানা দেয়। সেখানে তারা ওই দুটি দোকান থেকে নকল বোরোলিনের হদিশ পায়। ওই দোকান থেকে তারা মালপত্র বাজেয়াপ্ত করেছে।
জানা গিয়েছে, কোম্পানির ঠিকানা একই দেওয়া রয়েছে। এবং বোরোলিনের বাক্সের রংও একই। একঝলকে দেখে যেকোনো ব্যক্তিরই বোরোলিন বলেই মনে হবে। যদিও হাওড়া গ্রামীণ এলাকায় ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং শ্যামপুর ও বাগনান থানার পুলিশ এই ধরনের অভিযানের কথা অস্বীকার করেছে। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযান হয়েছে। এবং নকল বোরোলিনও উদ্ধার হয়েছে।