সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম্পিউটার সেন্টার চালানোর নামে শহরে বড়সড় জালিয়াতি চক্রের পর্দা ফাঁস করল পুলিশ৷ অভিযোগ মোটা অঙ্কের টাকার বিনিময়ে নামকরা ম্যানেজমেন্ট কলেজে ভরতির করিয়ে দেওয়ায় প্রতিশ্রুতি দিত সেই সংস্থা৷ ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ৷ ধৃতদের নাম অজিতেশ মণ্ডল, অশ্বিনী মোদি, অনিরুদ্ধ দাস গুপ্ত ও সতীশ শাহু৷ তাদের জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে৷
[নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাস থেকে ঝাঁপ চালকের, দুর্ঘটনায় এক মহিলা যাত্রীর মৃত্যু]
জানা গিয়েছে, অপলা দত্ত ও অমিত কুমার রানা নামে দু’জনের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করেছিল সার্ভে পার্ক থানার পুলিশ৷ অভিযোগ বলা হয়েছিল, মোটা অঙ্কের টাকার বিনিময়ে খ্যাতনামা ম্যানেজমেন্ট কলেজে ভরতির টোপ দেখিয়ে অনেক টাকার জালিয়াতি করছে Indian Lead.com নামের একটি সংস্থা৷ কালিকাপুর এলাকায় কম্পিউটার সেন্টার চালানোর আড়ালে এই চক্র চালাচ্ছে এরা৷ তদন্তে প্রথমেই উঠে আসে অনিরুদ্ধ দাস গুপ্ত ও সতীশ শাহু নাম৷ মূলত ম্যানেজারের পোস্টে কাজ করত এরা৷ সংস্থাটির মালিক অজিতেশ মণ্ডল ও অশ্বিনী মোদি৷ অভিযোগ আরও বলা হয়েছে, নামকরা এমবিবিএস ও এমবিএ কলেজে ভরতির নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে এরা৷ কিন্তু কাউকেই কোনও কলেজে ভরতি করে দেওয়া হয়নি৷
[মুশকিল আসান হোয়াটসঅ্যাপ, স্মৃতিশক্তি হারানো বৃদ্ধকে বাড়ি ফেরাল পুলিশ]
জানা গিয়েছে, ধৃতরা প্রথমে জানায় তাদের কাছে পুরসভার বৈধ কাগজপত্র রয়েছে৷ কিন্তু পরে তেমন কোনও কাগজ দেখাতে পারেনি তারা৷ প্রসঙ্গত, এই প্রথম নয় ২০১৬-তেও জালিয়াতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অজিতেশ মণ্ডলকে৷ সেবার বেঙ্গালুরু পুলিশের হাতে সদাশিব নগর থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে৷
The post ম্যানেজমেন্ট কলেজে ভরতির প্রতিশ্রুতি দিয়ে জালিয়াতি, শহরে ফাঁস বড়সড় চক্র appeared first on Sangbad Pratidin.