shono
Advertisement

কেন একে একে আত্মহননের পথ বেছে নিচ্ছেন জওয়ানরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সুরক্ষায় জীবনপাত করেন তাঁরা৷ প্রচণ্ড শীত, মরুভূমির উত্তাপ উপেক্ষা করে  অতন্দ্র প্রহরায় দাঁড়িয়ে থাকেন তাঁরা৷ দেশবাসী নিরাপদ এদেরই জন্য৷ তবুও অবহেলিত আমাদের জওয়ানরা৷ দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের ভিডিও৷ তবে এই ঘটনা হিমশৈলের চূড়া মাত্র৷ কাজে ‘ফাঁকি’ দিয়ে ছুটিতে ৫৯ জওয়ান, নির্দেশ তদন্তের […] The post কেন একে একে আত্মহননের পথ বেছে নিচ্ছেন জওয়ানরা? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:58 PM Feb 08, 2017Updated: 11:28 AM Feb 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সুরক্ষায় জীবনপাত করেন তাঁরা৷ প্রচণ্ড শীত, মরুভূমির উত্তাপ উপেক্ষা করে  অতন্দ্র প্রহরায় দাঁড়িয়ে থাকেন তাঁরা৷ দেশবাসী নিরাপদ এদেরই জন্য৷ তবুও অবহেলিত আমাদের জওয়ানরা৷ দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের ভিডিও৷ তবে এই ঘটনা হিমশৈলের চূড়া মাত্র৷

Advertisement

কাজে ‘ফাঁকি’ দিয়ে ছুটিতে ৫৯ জওয়ান, নির্দেশ তদন্তের

সম্প্রতি, এক সমীক্ষায় উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য৷ এই সমীক্ষার মতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন আধাসামরিক বাহিনীর জওয়ানরা৷ দেনার দায়, সম্পত্তি নিয়ে বিবাদ ও পারিবারিক সমস্যাই জওয়ানদের এই পথ বেছে নিতে বাধ্য করছে উল্লেখ করা হয়েছে সমীক্ষাটিতে৷ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ৬০ জন আধাসামরিক বাহিনীর জওয়ান আত্মহত্যা করেছেন৷ এদেঁর মধ্যে ৩০ জন দাম্পত্য কলহে ও ১২ জন দেনার দায়ে জর্জরিত ছিলেন৷

এবার খাবার নিয়ে ভারতীয় জওয়ানদের ঠাট্টা পাক রেঞ্জারদের

সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা সিএপিএফ-এর অন্তর্ভুক্ত রয়েছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, অসম রাইফেলস ও এনএসজি৷ সব মিলিয়ে দেশে ৯,৪৪,০০০ জন আধাসামরিক বাহিনীর জওয়ান রয়েছেন৷ পরিসংখ্যান অনুযায়ী ২০১৫ সালে সবথেকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে বিএসএফ-এ৷ পারিবারিক সমস্যাই মূলত জওয়ানদের আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করছে, এমনই বক্তব্য অবসরপ্রাপ্ত বিএসএফ ডিরেক্টর জেনারেল ডিকে পাঠকের৷ তিনি আরও জানান, যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিএসএফ৷ এবং এ সমস্যার সমাধানে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে৷

হোয়াটসঅ্যাপে জওয়ানদের অভিযোগ এবার সরাসরি পড়বেন সেনাপ্রধান

The post কেন একে একে আত্মহননের পথ বেছে নিচ্ছেন জওয়ানরা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement