shono
Advertisement

খাঁড়িতে মিলল পেল্লাই ঝিনুক, দুর্লভ সামগ্রী বিক্রি না করে রেখে দিলেন ব্যবসায়ীরা

ভালবেসে ঝিনুকটির নাম রাখা হয়েছে ‘জর্জেট’৷ The post খাঁড়িতে মিলল পেল্লাই ঝিনুক, দুর্লভ সামগ্রী বিক্রি না করে রেখে দিলেন ব্যবসায়ীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:43 PM Aug 09, 2019Updated: 09:43 PM Aug 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সি ফুড ফেস্টিভ্যাল৷ ফ্রান্সের তালমঁ সেন্ট হিলেরার এক বিখ্যাত উৎসব৷ বরাবরের মতো এবছরও বসেছে খাওয়াদাওয়ার আসর৷ এর জন্য দীর্ঘদিন আগে থেকেই প্রস্তুত নেওয়া হয়৷ এবার সেখানেই ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা৷ বৃহত্তম এক ঝিনুক ধরে ফেলেও খাবার আগে তাকে সমুদ্রে ছেড়ে দিলেন মৎসজীবীরা৷

Advertisement

[ আরও পড়ুন: OMG! সাপের ডিমেই অমলেট বানালেন গৃহবধূ, তারপর…]

প্রায় দেড় কিলোগ্রাম ওজনের একটি মস্ত বড় ঝিনুক৷ ফ্রান্সের তালমঁ সেন্ট হিলেরার উপকূল থেকে পাওয়া ঝিনুকটির নাম রাখা হয়েছিল – জর্জেট৷ এই প্রাপ্তি নিয়ে ঝিনুক কারখানার এক কর্মী ম্যাথু নাসলিন বলছেন, ‘আমি খাঁড়িতে নেমে ঝিনুক খুঁজছিলাম৷ হঠাৎ আমার পায়ে কী একটা ঠেকল৷ হাতে তুলে নিয়ে দেখি, কী বড় একটা ঝিনুক!’ বিস্ময় যেন কিছুতেই কাটছে না তার৷ বলছেন, এটা খুবই ব্যতিক্রমী একটা ব্যাপার৷ এর আগে তিনি এত বড় ঝিনুক দেখেননি৷ আট বছরের কর্মজীবনে এটাই প্রথম৷

নাসলিন আরও জানাচ্ছেন, ‘এমন নয় যে এত বড় ঝিনুক নেই৷ তবে তারা সাগরের গভীরে থাকে৷ এই খাঁড়ির দিকে পাওয়া যায় না৷ তাই এত অবাক হয়েছি৷’ এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে৷ খাঁড়ির দিক সংকীর্ণ হওয়ায় সমুদ্রের জলের লবণাক্ত ভাব কমে আসে, যা ঝিনুকগুলোর বৃদ্ধির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়ায়৷ তাই বড় আকারের ঝিনুক সাধারণত পাওয়া যায় না৷ সেখানে দাঁড়িয়ে জর্জেট প্রাপ্তি সমুদ্রবিজ্ঞানীদের কাছে গবেষণার বড় সুযোগ এনে দিয়েছে৷
দেড় কেজি ওজনের ঝিনুকটিকে নিয়ে গত কয়েকমাসে নাড়াচাড়া করেছেন তাঁরা৷ এমনিতে ১৩ থেকে ১৫ বছরের ঝিনুককে বাণিজ্যিকভাবে কাজে লাগানো হয়৷ সেখান থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়৷ তবে জর্জেটকে দেখে এই কারখানার কর্তৃপক্ষ ভালবেসে ফেলে৷ তাই এত দর ওঠা সত্ত্বেও তাকে বিক্রি করতে নারাজ তাঁরা৷

[ আরও পড়ুন: মুখে অক্টোপাস নিয়ে ছবি তোলার চেষ্টা, কামড় খেয়ে হাসপাতালে মার্কিন মহিলা]

নাসলিন বলছেন, ‘অনেকেই আছেন, যাঁরা বড় বড় ঝিনুক কিনে রেখে দেন, তাদের আরও বাড়তে দেন৷ এটা তাঁদের কাছে ট্রফির মতো৷’ জর্জেটকে তাই তালমঁ সেন্ট হিলেরার বড় ঝিনুক কারখানা কর্তৃপক্ষও ট্রফি হিসেবেই দেখছে৷ এবং রেখে দিতে চাইছে৷ সাধারণত এধরনের ঝিনুকের দাম ২০০০ ইউরোর কম তো হয়ই না, বেশিই হয়৷ তবে কারখানা কর্তৃপক্ষ বলছেন, ৩০হাজার ইউরো দিলেও, জর্জেটকে বিক্রি করা হবে না৷

The post খাঁড়িতে মিলল পেল্লাই ঝিনুক, দুর্লভ সামগ্রী বিক্রি না করে রেখে দিলেন ব্যবসায়ীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার