সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্তি দিনের পর দিন বেড়েই চলেছে৷ যুদ্ধবিরতি লঙ্ঘন যেন এখন অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে জম্মু-কাশ্মীর সীমান্তের ক্ষেত্রে৷ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জ্বালা মেটাতে বর্বরতার সমস্ত সীমা পেরিয়ে গিয়েছে পাকিস্তান৷ একদিকে সীমান্তে পাক সেনার ক্রমাগত সিজ ফায়ার অব্যাহত, আবার অন্যদিকে পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালিয়ে যাচ্ছে উপত্যকার অভ্যন্তরে৷ এই অশান্তি রোখার নয়া দাওয়াই বাতলালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ‘একতরফা যুদ্ধবিরতি’র আবেদন জানিয়েছেন তিনি৷ তাঁর ধারণা, কেবলমাত্র এভাবেই কাশ্মীর সমস্যা সমাধান সম্ভব৷
[মন্ত্রিসভায় চন্দ্রিমা-উজ্জ্বল, দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী]
আবদুল্লা জানান, কাশ্মীদের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছেন তিনি৷ এটি নিছক বিশৃঙ্খলার পরিস্থিতি নয়, রাজ্যের পরিস্থিতি এতটাই খারাপ যে এ নিয়ে এখনই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত৷ ভারত কখনওই যুদ্ধ চায় না৷ কারণ যুদ্ধ হামেশা সকলের ক্ষেত্রে ক্ষতিকরই হয়ে থাকে৷ তাই ভারতের মতো দেশ শান্তি চায়৷ এই কারণেই মোদিকে তাঁর পূর্বসূরি অটলবিহারী বাজপেয়ীর পদাঙ্ক অনুসরণ করার পরামর্শ দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা৷ তাঁর মতোই আলাপ-আলোচনার পথ প্রশস্ত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘একতরফা যুদ্ধবিরতি’র আবেদন জানিয়েছেন তিনি৷
[ATM ব্যবহার করেন? এই বিষয়ে সাবধান করছে রিজার্ভ ব্যাঙ্ক]
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘একতরফা যুদ্ধবিরতি’র কথা তুলেছিলেন জম্মু-কাশ্মীরেরই আরেক বিধায়ক এআর রশিদ৷ তিনি বলেন, নয়াদিল্লি যদি সত্যিই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় তাহলে কাশ্মীরে সমস্ত রকম সেনা অভিযান বন্ধ করতে হবে আর ‘একতরফা যুদ্ধবিরতি’ ঘোষণা করতে হবে৷ তবে, সম্প্রতি ঘটে গিয়েছে বিএসএফ হেড কনস্টেবল প্রেমসাগর ও নায়েব সুবেদার পরমজিৎ সিংয়ের মুণ্ডচ্ছেদের ঘটনা৷ তারপর নির্মমভাবে ভারতীয সেনার তরুণ লেফটেন্যান্ট উমর ফয়াজকে হত্যার ঘটনার পর একতরফা যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভারত অন্তত নেবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷
[চিন-পাকিস্তানের OBOR প্রকল্পে প্রবল বিক্ষোভ পাক-অধিকৃত কাশ্মীরে]
The post বাজপেয়ীর ভাবনাতেই সমাধান সম্ভব কাশ্মীর সমস্যার, মত ফারুকের appeared first on Sangbad Pratidin.