shono
Advertisement

Breaking News

‘লোকসভায় একাই লড়ব’, ইডি তলবের পরই ‘ইন্ডিয়া’ ছাড়লেন ফারুক, এবার এনডিএতে?

'নিজেদের শক্তিতেই লড়তে চাই', জানালেন বর্ষীয়ান নেতা।
Posted: 05:12 PM Feb 15, 2024Updated: 07:38 PM Feb 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোর সংকটে ‘ইন্ডিয়া’ (INDIA)  জোটের ভবিষ্যত। এবার ন্যাশনাল কনফারেন্স (National Conference) নেতা তথা জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা (Farooq Abdullah) জানিয়ে দিলেন, আসন্ন লোকসভা ভোটে তাঁর দল একাই লড়বে। এমনকী ভবিষ্যতে এনডিএ (NDA) জোটে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত করলেন। উপত্যকার ক্রিকেট বোর্ড সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় ইডির (ED) তলবের দুদিন বাদেই ভোলবদলে প্রশ্ন উঠছে।  

Advertisement

শ্রীনগরে যেদিন ভারত জোড়ো যাত্রা শেষ করেছিলেন রাহুল গান্ধী, সেদিন কংগ্রেস নেতার পাশে দেখা গিয়েছিল ওমর আবদুল্লাকে। যদিও লোকসভা নির্বাচনে কংগ্রেসের হাত ধরবে না ন্যাশনাল কনফারেন্স, জানিয়ে দিলেন ওমরের বাবা বর্ষীয়ান নেতা ফারুক। সংবাদ সংস্থা এএনআইকে ফারুক বলেন, “আসন ভাগাভাগি নিয়ে বলতে চাই, ন্যাশনাল কনফারেন্স এককভাবেই নির্বাচনে লড়বে। এই বিষয়ে কোনও দ্বিধা নেই। নিজেদের শক্তিতেই লড়তে চাই আমরা। কোনও রাজনৈতিক দলের সঙ্গেই জোট করতে চাই না। ভবিষ্যতে এনডিএতেও যোগ দিতে পারি, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না।”

 

[আরও পড়ুন: সন্দেশখালিকে উত্তপ্ত করতে ‘নন্দীগ্রাম মডেল’! বিজেপির ষড়যন্ত্র ফাঁস করে অডিও প্রকাশ কুণালের]

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সঙ্গেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন হতে পারে। সেক্ষেত্রেও একাই লড়ার কথা জানিয়েছেন ফারুক। পিডিপির সঙ্গেও জোট বাঁধার সম্ভাবনা নেই ন্যাশনাল কনফারেন্স দলের। এদিকে গত মাসেই ন্যাশনাল কনফারেন্সর একাধিক নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। জোট দলগুলির মধ্যে দ্রুত আসন ভাগাভাগির কথা বলেছিলেন ফারুকও। নচেত অন্য পথ দেখার কথাও বলেন। শেষ পর্যন্ত তাই হল। ইন্ডিয়া ব্লক থেকে বেরিয়ে গেলেন ফারুক। উল্লেখ্য, ২০১৯ এর লোকসভা ভোটে ৩ আসনে জয়লাভ করেছিল ন্যাশানাল কনফারেন্স।

 

[আরও পড়ুন: ‘কাঁটার মুকুট লাগে ভারী’, বিধানসভায় তাৎপর্যপূর্ণ মন্তব্য ‘ক্লান্ত’ মদনের

প্রসঙ্গত, বিজেপি বিরোধী ২৭-২৮টি রাজনৈতিক দল ‘ইন্ডিয়া’ তৈর করলেও গত কয়েক মাসে সেই জোট ভেঙেই চলেছে। বিহারে নীতীশ কুমার এনডিএতে যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশে আরএলডিও এক কাজ করেছে। পাঞ্জাবে আপ একাই লড়বে জানিয়েছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা জানিয়েছেন। এই অবস্থায় ফারুক আবদুল্লার ‘ইন্ডিয়া’ জোট ছেড়ে যাওয়া বিরাট ধাক্কা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, ভোট পর্যন্ত ইন্ডিয়া জোটের অস্তিত্ব নও থাকতে পারে। তবে ইডির তলবের পরেই ইন্ডিয়া ছাড়ায় প্রশ্ন উঠছে ফারুক আবদুল্লাকে নিয়েও।   

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement