shono
Advertisement
Ruchi Gujjar at Cannes

নেকলেসে মোদির ছবি! কান-এর কার্পেটে চমকে দেওয়া রুচি গুজ্জরকে চেনেন?

Cannes-এ চমকে দিল ভারতীয় 'রুচি', কে এই তরুণী?
Published By: Sandipta BhanjaPosted: 02:42 PM May 21, 2025Updated: 02:42 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট মানেই, তারকাদের তাক লাগিয়ে দেওয়া ফ্যাশন সমাহার। বিগত আট দিনে ভারতীয় বিনোদুনিয়ার একাধিক শিল্পীকে দেখা গিয়েছে কান-এর কার্পেটে। সেই তালিকায় যেমন শাহরুখ খান, অনুপম খের, শর্মিলা ঠাকুর, সিমি গরিওয়ালের মতো তাবড় মুখ রয়েছে। আবার জাহ্নবী কাপুর, করণ জোহর, বীর পাহাড়িয়া, ইশান খট্টর, উর্বশী রাওতেলা, ন্যান্সি ত্যাগীরা পৌঁছে গিয়েছেন অনুষ্ঠানের অন্তিম লগ্নে। এবার সেই আন্তর্জাতিক মঞ্চেই মোদি নেকলেস পরে তাক লাগালেন রুচি গুজ্জর।

Advertisement

ফ্রেঞ্চ রিভেরাঁয় গেলেও দেশের সংস্কৃতি আচারকে সঙ্গে নিয়ে গিয়েছেন। পরনে রাজস্থানী লেহেঙ্গা। যাতে ঐতিহ্যবাহী গোটা পট্টি এবং জয়পুরের বিখ্যাত কারুশিল্পের নিদর্শন তুলে ধরা হয়েছে। তার সঙ্গে রং মিলান্তি সোনালি রঙের ডিপনেক ব্লাউজ। যেখানে সুসজ্জিত সংশ্লিষ্ট রাজ্যের সাজপোশাকে বিশেষ করে নজর কাড়ল রুচির পরনে নেকলেস। যেখানে পদ্মফুলের মতো লকেটে বসানো নরেন্দ্র মোদির মুখ। আর সেই নেকলেস নিয়ে চর্চার অন্ত নেই নেটপাড়ায়। অভিনব আইডিয়ার জন্য অনেকে তারিফও করেছেন রুচির। রাজনৈতিকমহল থেকেও প্রশংসা কুড়িয়েছেন এই রাজস্থানীকন্যে। কিন্তু কান-এর কার্পেটে মোদিকে গলায় ঝুলিয়ে শোরগোল ফেলে দেওয়া এই তরুণী কে?

রাজস্থানী কনে লুকে কান মাতানো রুচি গুজ্জর আদতে মডেল-অভিনেত্রী। ২০২৩ সালে হরিয়ানার এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন রুচি। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন জায়গায় মডেলিং করে পাড়ি দিয়েছেন মুম্বইতে। কিন্তু বিনোদনজগতে কাজ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় তাঁর জন্য। রুচি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মুম্বইয়ে নানা জায়গায় অডিশন দিতে গিয়েছিলেন তিনি কিন্তু সকলেই তাঁকে সিনেমার পার্শ্বচরিত্র অথবা অন্য কোনও ছোটখাটো চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিতেন। তবে মন সায় দেয়নি তাঁর। জানা গিয়েছে, বলিউডের থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে বেশি আগ্রহী রুচি গুজ্জর। ইতিমধ্যেই ২টি মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গিয়েছে রুচি। এবার কান-এর কার্পেটে তাক লাগালেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আন্তর্জাতিক মঞ্চেই মোদি নেকলেস পরে তাক লাগালেন রুচি গুজ্জর।
  • ফ্রেঞ্চ রিভেরাঁয় গেলেও দেশের সংস্কৃতি আচারকে সঙ্গে নিয়ে গিয়েছেন।
  • যেখানে সুসজ্জিত সংশ্লিষ্ট রাজ্যের সাজপোশাকে বিশেষ করে নজর কাড়ল রুচির পরনে নেকলেস।
Advertisement