সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনতেরাসের কেনাকাটায় বড়সড় চমক নিয়ে এসেছে কলকাতার শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। 'চমক ভরা ধনতেরাস' শুরু হল বৃহস্পতিবার, ১০ অক্টোবর। চলবে ২২ অক্টোবর, ২০২৫ পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও 'চমক ভরা ধনতেরাসে’ থাকছে বিশেষ ধরনের গয়নার সম্ভার। সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার। এই গয়নার সম্ভারের মধ্যে রয়েছে হাতে তৈরি সোনা ও হিরের গয়না। থাকছে ঐতিহ্যপূর্ণ ও আধুনিক ডিজাইনের বিয়ের গয়না। সাধ্যের মধ্যে চোখ ধাঁধানো হিরের গয়না আর শ্যাম সুন্দর কোম্পানির নিজস্ব ডিজাইনার কালেকশন ক্রেতাদেরকে আকর্ষণ করবেই। এছাড়াও থাকছে গ্রহরত্নের নানাবিধ সম্ভার।
ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণীয় অফার এবং সুযোগ
(১) সোনার গয়না কেনাকাটায় মজুরিতে থাকছে প্রতি গ্রামে ৫২৫ টাকা ছাড়।
(২) হিরের গয়না তৈরির মজুরিতে থাকছে ১০০% ছাড়।
(৩) প্রত্যেক কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার এবং ১৫০০ টাকা পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট ভাউচার।
(৪) মেগা ড্র তে থাকছে ৫টি স্কুটি জেতার সুযোগ! 'শারদীয়া স্বর্ণসম্ভার ২০২৫' ও 'চমক ভরা ধনতেরাস ২০২৫'-এ যৌথ ভাবে এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।
(৫) সঙ্গে থাকছে মাত্র ২৫% অগ্রিম দিয়ে সম্পূর্ণ গয়নার মূল্য নির্ধারণ করার সুযোগ| সুযোগটি ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত গ্রাহ্য হবে। এই বিশেষ সুযোগটিতে গয়না নেবার দিন সোনার দাম বেড়ে গেলে বর্ধিত দাম দিতে হবে না, কিন্তু সোনার দাম কমে গেলে কম দামেই গয়নার মূল্য নির্ধারিত হবে প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে।
এছাড়াও থাকছে অন্যান্য সুযোগ, পরিষেবা এবং সোনায় সোহাগা অফার (গয়না কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম), পুরোনো সোনার গয়না পালটে নতুন গয়না কেনার সুযোগ। সোনা ও রুপোর কয়েন সহ রুপোর তৈরি পুজোর সামগ্রীও।
এবছরের ‘চমক ভরা ধনতেরসের’ বিশেষ কালেকশনগুলো উদ্বোধন করেন বিশিষ্ট লাইফ কোচ ও নৃত্যগুরু অলকানন্দা রায়। উপস্থিত ছিলেন অর্পিতা সাহা ও রূপক সাহা, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর দুই ডিরেক্টর।
ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, "ধনতেরাস মানেই ধন-সম্পদের দেবীকে ঘরে আমন্ত্রণ জানানোর উৎসব। আমরা ২০ বছর আগে চমক ভরা ধনতেরাস-এর সূচনা করেছিলাম। আমাদের গ্রাহকদের জন্য এটি ছিল সোনা ও হিরের গয়না কেনার এক সুবর্ণ সুযোগ।"
তিনি আরও যোগ করেন, "বিগত বছরগুলিতে চমক ভরা ধনতেরাস-এর আকার ও পরিসরে অনেকটাই বেড়ে উঠেছে। সোনার ও হিরের গয়নার উৎসবের পাশাপাশি আকর্ষণীয় অফার ও লাকি ড্র-র মাধ্যমেও গ্রাহকদের মন জয় করে এসেছে।'
সব শেষে, অর্পিতা ও রূপক সাহা বলেন, "আমরা আমাদের প্রিয় গ্রাহকদের ভালোবাসা ও আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা ডিজাইন, কারিগরি ও সুলভ মূল্যের উৎকর্ষ বজায় রাখব।"
এই অফারটি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ত্রিপুরার (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) সব ক'টি শোরুম এবং কলকাতার ( গড়িয়াহাট, বেহালা ও বারাসাত) সমস্ত শোরুমেও ১০ থেকে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে।
