সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সাজগোজের ধারা বদলায়। বিয়ের সাজেও এসেছে হাজার বদল। বর্তমানে ভারী সাজগোজের বদলে হালকা সাজেই বিশ্বাসী বেশিরভাগ কনে। বিয়ের সাজে টায়রা, টিকলির মতো কোমরবন্ধর চলও কমেছে বেশ খানিকটা। বহু কনেই এখন আর কোমরের এই গয়নার প্রতি উৎসাহ হারিয়েছেন। তবে সম্প্রতি হাওয়া বদল! এস এস রাজামৌলির 'বারাণসী' ছবির মন্দাকিনী প্রিয়াঙ্কার কোমরবন্ধ সকলের নজর কেড়েছে। যেখানে অফ হোয়াইট পোশাকের সঙ্গে প্রিয়াঙ্কার কোমরবন্ধের যোগ্য সঙ্গত হয়েছে বলেই মত ফ্যাশনিয়েস্তাদের।
আর তারপর থেকেই ফ্যাশন দুনিয়ায় ফের ইন কোমরের এই অলংকার। প্রিয়াঙ্কার এই সাজ দেখার পর বিয়ের সাজে আপনিও কি কোমরবন্ধ পরতে চান? তবে আপনার জন্য রইল নানা ধরনের কোমরবন্ধের সম্ভার। যা বিশেষ দিনের সাজকে আরও আকর্ষণীয় করে তুলতে বাধ্য। কিন্তু কোন শাড়ির সঙ্গে কোন ধরনের কোমরবন্ধ পরবেন, তা জেনে নিন।
কনেরা সাধারণত বেনারসি কিংবা ভারী জড়ির শাড়ি পরেন। ওই শাড়ির সঙ্গে সঙ্গে শুধুমাত্র সোনালি বর্ণের কোমরবন্ধ পরতে পারেন।
বিয়ের নানা অনুষ্ঠানে একাধিক শাড়ি পরতে হয়। কোনও সময় কাঞ্জিভরম পরলে তার সঙ্গে পাথর দেওয়া কোমরবন্ধ পরতে পারেন।
সাধারণত বিয়ের দিনে মহিলারা সোনার গয়নাগাটি পরেন। তবে সাজে বৈচিত্র্য চাইলে রুপোর কোমরবন্ধও বেছে নিতে পারেন। সেক্ষেত্রে গয়নাগাটিও যেন রুপোর হয়, সেদিকে খেয়াল রাখুন।
কোমরবন্ধ পরার ক্ষেত্রে যেগুলি মাথায় রাখতেই হবে:
* শাড়ি কিংবা লেহেঙ্গার সঙ্গে কোমরবন্ধ পরুন।
* ভুলেও ভারী সালোয়ারের সঙ্গে এই গয়না পরবেন না।
* ভারী পোশাকের সঙ্গে অবশ্যই স্লিক কোমরবন্ধ বাছুন। হালকা পোশাকের সঙ্গে ভারী, নইলে সাজই মাটি।
