shono
Advertisement
Menstrual Blood Face Mask

ত্বকের যত্নে রজঃস্রাবের রক্ত! ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের ক্ষতি করছেন না তো?

কী বলছেন বিশেষজ্ঞরা?
Published By: Sayani SenPosted: 12:19 AM Nov 27, 2025Updated: 12:28 AM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসের চার-পাঁচটা দিন সতর্ক থাকেন প্রায় প্রত্যেক মহিলা। পেটে, কোমরে ব্যথা। দাগ লেগে যাওয়ার চিন্তা। মুড সুইং। হাজারও ঝক্কি। তার ফলে পিরিয়ডসের কথা ভাবলেই যেন বিরক্তি জাগে মনের কোণে। আর সেই রজঃস্রাবের রক্ত দিয়েই নাকি রূপচর্চা! ভাবলেই যেন গা গুলিয়ে ওঠে কারও কারও। অথচ সোশাল মিডিয়ায় সম্প্রতি তাই ভাইরাল হয়েছে বেশ। ট্রেন্ডে গা ভাসিয়ে বহু মহিলাই নাকি সেই কাজ করেছেন। 'মেনস্ট্রুয়াল ব্লাড' বা 'রজঃস্রাব' দিয়েই করছেন ফেসিয়াল। তাতে আদৌ পরিচর্যা হচ্ছে  ত্বকের? নাকি ক্ষতিই সার, তা নিয়ে চলছে জোর কাটাছেঁড়া। এই বিষয়ে ঠিক কী বলছেন বিশেষজ্ঞরা। জেনে নিন তাঁদের মতামত। 

Advertisement

প্রথমেই জেনে নেওয়া যাক, ঠিক কীভাবে রজঃস্রাব দিয়ে ত্বক চর্চা করা যায়? সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও অনুযায়ী, নিজের রজঃস্রাবের রক্ত চোখ, ঠোঁট বাদ দিয়ে গোটা মুখে লাগিয়ে রাখা হচ্ছে। লাল রক্তে ভরা মুখ শুকিয়ে যাওয়ার পর তা জল দিয়ে ধুয়ে ফেলা হচ্ছে। আর তাতেই নাকি কেল্লাফতে! যাঁরা এভাবে ফেসিয়াল করছেন তাঁদের দাবি, এই পন্থা নাকি নিমেষে ঝকঝকে হচ্ছে ত্বক। একধাক্কায় কমছে ত্বকের বয়সও। পার্লারে না গিয়ে স্রেফ বাড়িতে বসেই হচ্ছে জাদু। খরচও হচ্ছে না কানাকড়ি। 

যদিও বিশেষজ্ঞদের মতে, এই কাজটি মোটেও উচিত নয়। কারণ, রজঃস্রাব আদতে শরীর থেকে নির্গত দূষিত রক্ত। তাই তা ফেসিয়ালে ব্যবহারের ফলে ব্যাপক ক্ষতি হতে পারে। সেগুলি হল: 

* ত্বকে মাখার ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে।
* রজঃস্রাবের রক্তে ত্বকে প্রদাহ শুরু হতে পারে।
* দেখা দিতে পারে অ্যালার্জির সমস্যা।
* আবার ত্বকের আর্দ্রতাজনিত ভারসাম্য নষ্ট হতে পারে।
* অকারণে অতি শুষ্ক হয়ে যেতে পারে আপনার ত্বক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ত্বকের যত্নে রজঃস্রাবের রক্ত!
  • ট্রেন্ডে গা ভাসিয়ে অনেকেই এভাবে করছেন রূপচর্চা।
  • বিশেষজ্ঞদের মতে, তার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে।
Advertisement