shono
Advertisement

উৎসব চলাকালীন পিষে দিল বাস, মৃত অন্তত ৩৮

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।
Posted: 06:29 PM Mar 13, 2017Updated: 12:59 PM Mar 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন প্যারিসের নিসে সন্ত্রাসবাদী হামলা।নিসের সমুদ্র সৈকতে বেপোরোয়া ট্রাক পিষে দেয় অনেককে। সেসময় শহরবাসী উৎসবে মাতোয়ারা ছিল। ওই ঘটনার জন্য দায়ী ছিল আইএস জঙ্গিগোষ্ঠী। এবার একইরকম ঘটনা ঘটল হাইতির গোনেইভস শহরে। রবিবার ভিড়ের মধ্যে হঠাৎই ঢুকে পড়ে একটি বাস। তার তলায় চাপা পড়েই মারা গেলেন অন্তত ৩৮ জন। আহত আরও ১৭। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও বেশ কয়েকজনের মৃত্যুর আশংকা করা হচ্ছে।

Advertisement

গঙ্গোত্রী বিধানসভা যার, রাজ্যের মসনদে সেই দলই!

রবিবার ব্লু স্কাই লজিস্টিকসের বাসটি হাইতির রাজধানী পোর্ট আয়ু প্রিন্সের দিকে যাচ্ছিল। আর গোনেইভাস শহরে এখন ‘রারা’ নামের একটি উৎসব চলছিল। ফলে জড়ো হয়েছিলেন বহু মানুষ। বাসটি প্রথমেই দু’জন পথচারীকে চাপা দেয়। ফেল ও তাদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান একজন। এরপরেও বাসটির চালক সেটি থামাননি। ফলে অনেকেই চাপা পড়েন। যাঁদের মধ্যে বেশ কয়েকজন মিউজিশিয়ানও রয়েছেন।

ঘটনার পরেই পালিয়ে যায় অভিযুক্ত ড্রাইভারটি। ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে? এর পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী, ‘বাসটি থেমে যাওয়ার পরেও সেটির নীচে অনেকে আটকে ছিল। চারপাশে শুধু মৃতদেহ আর রক্ত। অনেকেই আত্মীয়-পরিজনদের হারানোর শোকে কাঁদছেন। চতুর্দিকে খালি রক্ত। কে বেঁচে আছে আর কে বেঁচে নেই সেটা বোঝা যাচ্ছে না।’ এরপরে উত্তেজিত জনতা যাত্রীসহ গোটা বাসে আগুন লাগাতে যায়। শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হয় তাঁদের।

যৌনতায় উসকানি দেয় হোলি, মত রাম গোপালের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement