নিরুফা খাতুন: খাদ্যদপ্তরে চাকরির নামে প্রতারণা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার ২ অভিযুক্ত। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজ চালানো হচ্ছে বলেই খবর।
পুলিশ সূত্রে খবর, ধৃত দুই যুবকের নাম ঋত্বিক পাল ও সোহাগ বিশ্বাস। ঋত্বিকের বাড়ি মুর্শিদাবাদ, সোহাগ বারাকপুরের বাসিন্দা। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বেকারদের খাদ্যদপ্তরে চাকরির প্রতিশ্রুতি দিত তাঁরা। তার জন্য ৩ লক্ষ টাকা দাবি করত। সম্প্রতি কলকাতার বাসিন্দা এক যুবক তাদের সঙ্গে যোগাযোগ করেন। দাবি মতো প্রথমে ১০ হাজার টাকা দিয়েও দেন। এরপর প্রতিশ্রুতি মতো দুই যুবক তাঁকে একটি নিয়োগ পত্রও দেয়। সেটি নিয়ে চাকরিতে যোগ দিতে গেলেই স্পষ্ট হয় গোটা বিষয়টা।
[আরও পড়ুন: মালবাজারে এবার ‘দুয়ারে ডাক্তার’, বিনামূল্যে পরিষেবা পেয়ে খুশি চা শ্রমিকরা]
প্রতারিত যুবক চাকরিতে যোগ দিতে গিয়ে জানতে পারেন, নিয়োগপত্র ভুয়ো। এর পরই পুলিশের দ্বারস্থ হন তিনি। শুরু হয় ধৃতদের খোঁজ। অবশেষে ঋত্বিক ও সোহাগকে গ্রেপ্তার করা হয়। ২টি মোবাইল ফোন,১ টি ল্যাপটপ, বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কারও কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।