shono
Advertisement

বোমা ছুঁড়ে পাইন গাছ ভেঙেছে ভারত, বায়ুসেনার বিরুদ্ধে FIR পাকিস্তানের

ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের দ্বারস্থ ইসলামাবাদ৷ The post বোমা ছুঁড়ে পাইন গাছ ভেঙেছে ভারত, বায়ুসেনার বিরুদ্ধে FIR পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:30 PM Mar 09, 2019Updated: 12:34 PM Mar 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার ছোঁড়া বোমার আঘাতে নষ্ট হয়েছে একাধিক পাইন গাছ৷ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে৷ প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়েছে৷ এই অভিযোগে শুক্রবার ভারতীয় বায়ুসেনার পাইলটদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পাকিস্তান৷ পাশাপাশি একই ইস্যুতে রাষ্ট্রসংঘেও ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা শুরু করেছে ইসলামাবাদ৷ এমনই জানা গিয়েছে সূত্র মারফত৷

Advertisement

[এয়ারস্ট্রাইকে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা! সংবাদমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা পাকিস্তানের ]

শুক্রবার পাকিস্তানের জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী মালিক আমিন আসলাম অভিযোগ করেন, তাঁদের ভূমিতে ঢুকে ‘ইকো-টেররিজম’ চালিয়েছে ভারত৷ তাঁদের বনজ সম্পদ নষ্ট করে দেওয়া হয়েছে৷ ভারতীয় বায়ুসেনার ছোঁড়া বোমার আঘাতে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে খাইবার-পাকতুনখোয়ার অন্তর্গত বালাকোটের জাব্বা পাহাড়ের উপরের বনভূমি৷ আন্তর্জাতিক নিময়-নীতি লঙ্ঘন করেছে ভারত৷ এক্ষেত্রে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৪৭/৩৭ প্রস্তাবকে হাতিয়ার করেন ইমরান সরকারের এই মন্ত্রী৷ সূত্রের খবর, কেবল এফআইআর দায়ের করেই বিষয়টিকে মিটিয়ে ফেলতে নারাজ ইমরান সরকার৷ এই অভিযোগটি রাষ্ট্রসংঘেও পেশ করবেন তাঁরা৷ যার একটা কারণ যদি হয় ভারতকে বেকায়দায় ফেলা, অন্যটি অবশ্যই নিজেদের মুখরক্ষা৷

[৪৭ মাসের জেল ট্রাম্পের নির্বাচনী প্রচার কমিটির প্রাক্তন চেয়ারম্যানের]

১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ নাশকতা চালায় পাক মদতপুষ্ট জইশ জঙ্গি৷ এর বদলা নিতেই গত ২৬ নভেম্বর পাক ভূমিকে ঢুকে এয়ার সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা৷ খাইবার পাকতুনখোয়ার বালাকোট-সহ মুজফ্ফরাবাদ ও চাকোতির তিনটি জঙ্গি প্রশিক্ষণ শিবির নষ্ট করে দেয় ভারত৷ বায়ুসেনা জানায়, সন্ত্রাসদমন অভিযানে জইশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ খতম হয়েছে অনেক জঙ্গি৷ প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করলেও, এই এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করে পাকিস্তান৷ তবে ইমরান সরকার জানায়, ভারতীয় বায়ুসেনার তাঁদের বনভূমিতে গোলাবর্ষণ করেছে৷ কোনও মানুষের ক্ষতি না হলেও, এই হামলার নষ্ট হয়েছে কয়েক ডজন পাইন গাছ এবং মারা গিয়েছে একটি কাক৷ ওয়াকিবহাল মহলের মতে, রাষ্ট্রসংঘে তাদের এই দাবি প্রমাণ করতেই, আরও বেশি করে ভারতের বিরুদ্ধে পরিবেশ নষ্টের অভিযোগে সরব হবে পাকিস্তান৷ এবং মুখরক্ষার প্রয়োজনেই ইসলামাবাদ এই চেষ্টা করবে৷

The post বোমা ছুঁড়ে পাইন গাছ ভেঙেছে ভারত, বায়ুসেনার বিরুদ্ধে FIR পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement