সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচারে বেরিয়ে একাধিকবার বিপাকে পড়েছেন, তবুও দমে যাননি। তীব্র গরম উপেক্ষা করে রাজ্যজুড়ে ভোটপ্রচার করে বেড়াচ্ছেন তৃণমূলের 'সুপারস্টার' প্রার্থী। আজ দক্ষিণবঙ্গ তো কাল উত্তরবঙ্গ। এবার মালদহে প্রচারে গিয়ে বিপত্তি! বিপাকে পড়লেন দেব (Dev)।
মালদহে নির্বাচনী প্রচার সারতে গিয়ে দুর্ঘটনার কবলে তৃণমূলের তারকা প্রার্থী। চপারে আগুন লেগে বিপদের মুখোমুখি টলিউড সুপারস্টার। জানা গিয়েছে, মালদহ হেলিপ্যাড থেকে ওড়ার পরই আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় চপারে। প্রয়োজন বুঝে তৎক্ষণাৎ মালদহ হেলিপ্যাডেই জরুরী অবতরণ করাতে হয় দেবের কপ্টার। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। তবে দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েও থেমে থাকেননি তৃণমূলের তারকা প্রার্থী। বথুয়ার জমজমাট সভায় যোগ দিয়েছেন।
[আরও পড়ুন: কুলি-বাস কন্ডাকটার থেকে ৪০০ কোটির সুপারস্টার! রজনীকান্তের বায়োপিকে জীবনসংগ্রামের কাহিনী]
এইমুহূর্তে জোর কদমে ভোট প্রচারে ব্যস্ত ঘাটালের দুবারের সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী দেব। ঘাসফুল শিবিরের একনিষ্ঠ সৈনিকের মতোই ছুটে বেড়াচ্ছেন দলীয় কর্মসূচীতে। সপাট মন্তব্য করে বিতর্কেও জড়াচ্ছেন অবশ্য, তবে সেসব গ্ল্যামারাস প্রচারের চাকচিক্যে ঢাকা পড়ে গিয়েছে। এবার মালদহে দেবের হেলিকপ্টারে আগুন লাগার খবরে উদ্বিগ্ন সকলে। এর আগে ভোটপ্রচারের ময়দানে ভিড়ের চাপে দেবের মঞ্চ ভেঙে পড়েছিল।
আমজনতার কাছে তিনি ‘রাজনীতিক দেব’-এর থেকেও অনেক বেশি শ্রদ্ধেয়, ভালোবাসার পাত্র ‘মানুষ দেব’ হিসেবে। দশ বছরের রাজনৈতিক কেরিয়ারে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে? বাংলার গ্রামগঞ্জে তাঁর ভক্তের সংখ্যা অগণিত। ঘাটাল হোক বা বালুরঘাট, ‘দেবদা’ বলতে পাগল ফ্যানরা। তাই প্রচারের মাঠে তাঁকে দেখতে উন্মত্ত জনতার ভিড়ও বাঁধ মানছে না। সেই তুমুল জনপ্রিয়তাকেই ভোটের ময়দানে 'তুরুপের তাস' হিসেবে কাজে লাগাচ্ছে দল।