shono
Advertisement

ভোররাতে কামালগাজিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু বৃদ্ধার

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Posted: 10:03 AM Dec 20, 2023Updated: 10:19 AM Dec 20, 2023

দেবব্রত মণ্ডল, বারুইপুর: শীতের ভোরে কামালগাজিতে ভয়ংকর অগ্নিকাণ্ড। পুড়ে মৃত্যু বৃদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।

Advertisement

জানা গিয়েছে, কামালগাজি ফ্লাইওভারের নিচে ছিল একটি ফুলের দোকান। তার সঙ্গেই ছিল একটি গুমটি ঘর ও সাইকেল গ্যারাজ। সেখানেই থাকতেন এক বৃদ্ধা। অন্যান্যদিনের মতোই মঙ্গলবার রাতে ঘুমিয়ে পড়েন তিনি। সাতসকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দাউ দাউ করে আগুন জ্বলছে ওই ফুলের দোকান ও গুমটিতে। খবর দেওয়া হয় দমকলে। তবে ইঞ্জিন পৌঁছনোর আগেই আগুন ছড়িয়ে যায় গ্যারাজে। 

[আরও পড়ুন: একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, হাওড়ায় পুড়ে ছাই শতাধিক পরিবারের মাথাগোঁজার ঠাঁই]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। শুরু হয় আগুন আয়ত্তে আনার কাজ। দেখা যায়, ওই গুমটিতে ছিলেন এক বৃদ্ধা। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হয়েছে তাঁর। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের জেরেই এই ঘটনা।

[আরও পড়ুন: সাতসকালে বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, নজরে হাসপাতাল-কারখানা-গুদামও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার