সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অগ্নিকাণ্ডের ঘটনায় শহরে ছড়াল আতঙ্ক। শুক্রবার যাদবপুর পোস্ট অফিসে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ আচমকাই যাদবপুর পোস্ট অফিসের ইলেকট্রিক জয়েন্ট বক্সে আগুন ধরে যায়। যার জেরে ডাকঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দ্রুত ভিতর থেকে বেরিয়ে আসেন কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি দমকল কর্মীরা। যদিও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে এলেও গোটা পোস্ট অফিস চত্বর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অন্ধকারে ঢেকেছে পোস্ট অফিস। ফলে পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। কখন পরিষেবা চালু হবে, তা এখনও জানানো হয়নি। তবে দ্রুত বিদ্যুৎ সংযোগের চেষ্টা করা হচ্ছে।
[অসমের পাশে বাংলা, তিনসুকিয়া গণহত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে মিছিল তৃণমূলের]
উল্লেখ্য, দিন কয়েক আগেই আগুন লাগে সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজোর মণ্ডপে। সে সময় চলছিল প্যান্ডেল খোলার কাজ। সেখানেই স্তূপাকারে রাখা ছিল খড়। যাতে আগুন ধরে যায়। দমকলের দুটি ইঞ্জিনের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছিল। এদিন যাদবপুর পোস্ট অফিসে আগুন লাগায় ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
[এনআরসিতে নাম নেই, অসমে প্রবাসী পড়ুয়াদের সার্টিফিকেট মধ্যশিক্ষা পর্ষদের]
The post যাদবপুর পোস্ট অফিসে আগুন, বন্ধ পরিষেবা appeared first on Sangbad Pratidin.