সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির দ্বারকায় ঝাড়খণ্ডের রঞ্জি টিমের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল ক্রিকেটারদের যাবতীয় সরঞ্জাম। এই হোটেলেই অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আজ, শুক্রবার দিল্লির পালাম স্পোর্টস কমপ্লেক্সে ঝাড়খণ্ডের সঙ্গে মনোজ তিওয়ারির বাংলার মধ্যে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। তার আগে এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলের ৩০টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
জানা গিয়েছে, এদিন ভোর ৬টা নাগাদ প্রথম আগুন লাগে হোটেলে। হোটেলকর্মীরাই প্রথম জানতে পারেন আগুনের কথা। তারপর ঘটনাস্থলে আসে দমকলের ৩০টি ইঞ্জিন। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। ধোনি-সহ সমস্ত ক্রিকেটারদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকেই নির্বিঘ্নে রয়েছেন। কেউ আহত হননি বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার জেরে একদিন পিছিয়ে গেল সেমিফাইনাল ম্যাচ। জানা গিয়েছে, আজকের বদলে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামিকাল, শনিবার। ক্রিকেটারদের সমস্ত সরঞ্জাম পুড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
The post দিল্লিতে ধোনিদের হোটেলে আগুন, পুড়ে ছাই ক্রিকেটারদের সরঞ্জাম appeared first on Sangbad Pratidin.