shono
Advertisement

রুবি মোড়ের কাছে বহুতলে আগুন, ধোঁয়ায় অসুস্থ বেশ কয়েকজন দমকলকর্মী

চলছে বহুতলে কাচ ভেঙে ধোঁয়া বের করার কাজ৷ The post রুবি মোড়ের কাছে বহুতলে আগুন, ধোঁয়ায় অসুস্থ বেশ কয়েকজন দমকলকর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 10:00 AM Feb 06, 2019Updated: 10:00 AM Feb 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুবি মোড়ের কাছে বহুতলের দোতলায় আগুন৷ বুধবার সকালে আচমকাই ওই বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা৷ মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ খবর দেওয়া হয় দমকলে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ কী কারণে ওই বহুতলে আগুন লাগল, তা এখনও জানা যায়নি৷

Advertisement

[এটিএমে টাকা তোলার পরই ‘ক্যানসেল’ বোতাম টিপুন, না হলে যা হবে…]

কসবা থানার কাছে রুবি কানেক্টরে অবস্থিত ওই বহুতলে বেশ কয়েকটি আবাসন রয়েছে৷ এছাড়াও ওই বহুতলে রয়েছে বেশ কয়েকটি শোরুম৷ বুধবার সকাল নটা নাগাদ আচমকাই ওই বহুতলের দোতলায় ধোঁয়া দেখতে পান স্থানীয়রা৷ ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা৷ মুহূর্তের মধ্যেই প্রায় গোটা এলাকাই কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে একে একে এসে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ ওই বহুতলের দোতলার কাচ ভেঙে চলছে আগুন নেভানোর কাজ৷ অতিরিক্ত ধোঁয়ার জেরে ইতিমধ্যেই বেশ কয়েকজন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছেন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ কী কারণে আগুন লাগল, তা এখনও জানতে পারেননি দমকলকর্মীরা৷ তবে তাঁদের অনুমান, দোতলায় থাকা শোরুমে হয়তো কোনও দাহ্য বস্তু মজুত ছিল, তার জেরে ক্রমশই কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে বহুতল চত্বর৷

[শীত শেষে ক্রমশ চড়বে পারদ, পূর্বাভাস হাওয়া অফিসের]

এদিকে, অগ্নিকাণ্ডের জেরে ওই বহুতলের আবাসিকরা আতঙ্কিত হয়ে পড়েছেন৷ তাঁদেরও উপর থেকে নিচে নামিয়ে আনার কাজ চলছে৷ যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷

The post রুবি মোড়ের কাছে বহুতলে আগুন, ধোঁয়ায় অসুস্থ বেশ কয়েকজন দমকলকর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement