সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন। এমনটাই জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে। বলা হচ্ছে, ১৮ ও ১৯ তারিখ হতে পারে নতুন সাংসদদের শপথগ্রহণ। ২০ জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে। ২১ জুন দুই কক্ষের যৌথ অধিবেশন হতে পারে। সেখানে ভাষণ দেবেন দ্রৌপদী মুর্মু।
এবারের অধিবেশনের দিকে নজর থাকবে দেশের। দশ বছর পর বিরোধী নেতার আসনে বসতে চলেছে কংগ্রেস। মোট আসনের অন্তত ১০ শতাংশ আসন না পেলে যা পাওয়া যায় না।গত দুবার তাদের আসনসংখ্যা ছিল ৪৪ ও ৫২। কিন্তু এবার ৯৯ সাংসদ হাত শিবিরের প্রতিনিধি হয়ে অধিবেশনে যোগ দেবেন। সব মিলিয়ে ইন্ডিয়া জোটের সাংসদ থাকবেন ২৩৪ জন। গত দুবারের তুলনায় পরিস্থিতি তাই সব মিলিয়ে অন্যরকম। প্রথম থেকেই মোদি সরকারকে চাপে রাখতে যে বিরোধীরা একজোট বাঁধতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। পদ্ম শিবির সেই বিরোধিতা কী করে সামলায় সেদিকেও নজর রাখবে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কাজ শুরু মোদির, আবাস যোজনায় বড়সড় বদল?]
উল্লেখ্য, রবিবাসরীয় সন্ধ্যায় তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর সঙ্গে শপথ নেন আরও ৭১ জন। তাঁদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী। ৩৬ জন প্রতিমন্ত্রী। বাকিরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। সোমবার ক্যাবিনেট বৈঠকের পরে মন্ত্রক বণ্টনের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।