shono
Advertisement

তিস্তায় মাছের মড়ক! জলদূষণই কারণ? কারণ খুঁজতে দল পাঠাচ্ছে মৎস্য দপ্তর

নদীতে মরে ভেসে উঠেছে বোরোলি, দারাঙ্গি মাছ।
Posted: 06:10 PM Oct 29, 2023Updated: 06:11 PM Oct 29, 2023

শান্তনু কর, জলপাইগুড়ি: গোলাবারুদ, হাতির হানায় প্রাণহানির ঘটনার পর এবার নতুন বিপদ তিস্তায় (Tista River)। মরে ভেসে উঠল শয়ে শয়ে নদীয়ালি মাছ। বোরোলি, দারাঙ্গি-সহ তিস্তার একাধিক প্রজাতির মাছের মড়ক লেগেছে। জলদূষণের (Water Pollution) কারণেই এই ঘটনা বলে অনুমান। ঘটনার কারণ খুঁজতে প্রতিনিধি দল পাঠাচ্ছে মৎস্য দপ্তর।

Advertisement

গত ৪ অক্টোবর সিকিম (Sikkim) পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তিস্তায়। পাহাড় থেকে নদীর জলে ভেসে আসে সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র (Arsenal)। যা ফেটে একজনের মৃত্যু হয়। আহত হন একাধিক জন। সেনা পুলিশের যৌথ সার্চ অপারেশনে কিছুটা বিপদমুক্ত হলেও এখনও পুরোপুরি বিপদমুক্ত নয় তিস্তার চর।

[আরও পড়ুন: এবার ইডির দপ্তরে জ্যোতিপ্রিয়কন্যা প্রিয়দর্শিনী]

এরই মধ্যে ডুয়ার্সে হাতির হানা। এবার মাছের মড়ক (Fish death)। তাতে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে তিস্তার পাড়ে। গত ৪ অক্টোবর বন্যার সময় যুদ্ধ সামগ্রীর পাশাপাশি বিভিন্ন ধরনের রাসায়নিক (Chemical) পদার্থ নদীতে ভেসে আসে বলে খবর। তা থেকে জলদূষণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বাসিন্দারা। মৃত মাছ না খাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি মৎস্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। তাঁদের সকলেরই এক বক্তব্য, এই সময়ে এসব মাছ খাওয়া নিরাপদ নয়। 

[আরও পড়ুন: দুদিন পরেই শুরু স্নাতকোত্তরে ক্লাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এখনও বহু আসন ফাঁকা]

এমনিতে বোরোলি-সহ নদীয়ালি মাছগুলি উত্তরবঙ্গের অত্য়ন্ত জনপ্রিয়, সুস্বাদু। পর্যটক ছাড়াও স্থানীয় বাসিন্দাদের কাছেও এর খুব চাহিদা। তাই মাছের মড়কের খবরে চিন্তিত স্থানীয় বাসিন্দারা। আবার কবে প্রাণভরে এসব মাছের স্বাদ উপভোগ করতে পারবেন তাঁরা, তা নিয়েও অনিশ্চয়তা। 

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার