সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের (ISL) দ্বিতীয় পর্বের সূচি প্রকাশিত হল। ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে একাদশ রাউন্ড। নতুন সূচি অনুযায়ী ২৯ জানুযারি ফিরতি ডার্বি (Derby Match) হবে।
প্রথম ডার্বি অনুষ্ঠিত হয়েছিল ২৭ নভেম্বর। সেই ডার্বিতে এটিকে মোহনবাগানের(ATK Mohun Bagan) কাছে ৩-০ গোলে হার মেনেছিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ২৯ জানুয়ারি কি সেই হারের মধুর প্রতিশোধ নিতে পারবে লাল-হলুদ বাহিনী? এই মুহূর্তে কলকাতার দুটো ক্লাব একেবারেই ভাল অবস্থায় নেই। এটিকে মোহনবাগান কোচ হাবাস দলের খারাপ সময়ের নৈতিক দায়িত্ব কাঁধে নিয়ে সরে গিয়েছেন। তাঁর জায়গায় এফসি গোয়ার কোচ জুয়ান ফেরান্দোকে কোচ করছে সবুজ-মেরুন ব্রিগেড।
[আরও পড়ুন: India vs South Africa: দ্রাবিড়কে ছাপিয়ে যাওয়া সময়ের অপেক্ষা, দক্ষিণ আফ্রিকায় নয়া কীর্তি গড়তে চলেছেন বিরাট]
অন্য দিকে এসসি ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজও দেওয়াললিখন পড়ে ফেলেছেন। তাঁর চাকরিও যাওয়া কেবল সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে আইএসএলের দ্বিতীয় পর্বের সূচি প্রকাশ করা হয়েছে।
এর আগে ৮ জানুয়ারি পর্যন্ত আইএসএলের সূচি ঘোষণা করেছিল এফএসডিএল। লিগ পর্ব শেষ হবে ৫ মার্চ। তারপরে শুরু হবে নকআউট।
এটিকে মোহনবাগানের দ্বিতীয় পর্বের ম্যাচ-
১৫ জানুয়ারি, প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি
২০ জানুয়ারি, প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স
২৯ জানুয়ারি, প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল
৩ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি
৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি
১৩ ফেব্রুয়ারি প্রতিপক্ষ ওড়িশা এফসি
১৬ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ জামশেদপুর এফসি
২১ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি
২৫ ফেব্রুয়ারি, বনাম এফসি গোয়া
৪ মার্চ, প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি
এসসি ইস্টবেঙ্গলের দ্বিতীয় পর্বের ম্যাচ-
১১ জানুয়ারি, প্রতিপক্ষ জামশেদপুর এফসি
১৯ জানুয়ারি, প্রতিপক্ষ এফসি গোয়া
২৪ জানুয়ারি, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি
২৯ জানুয়ারি, এটিকে মোহনবাগান
২ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি
৭ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ওড়িশা এফসি
১২ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি
১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি
২৩ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি
২৮ ফেব্রুয়ারি, বনাম কেরল ব্লাস্টার্স
[আরও পড়ুন: বউ পালাল…! দুই রাজমিস্ত্রীর সঙ্গে মুর্শিদাবাদ থেকে মুম্বই পাড়ি বালির ২ গৃহবধূর, তারপর…]