shono
Advertisement
Lionel Messi

দিল্লিতে ১০ ঘণ্টায় মেসিকে খেতে হবে ২৭টি সিগারেট! 'ফুসফুসের ইনসুরেন্স আছে তো?' চিন্তায় ভক্তরা

সোমবার দুপুর ২টো নাগাদ রাজধানীর মাটিতে পা পড়বে লিওর।
Published By: Anwesha AdhikaryPosted: 12:04 PM Dec 15, 2025Updated: 12:14 PM Dec 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা, হায়দরাবাদ, মুম্বই পেরিয়ে এবার রাজধানী দিল্লিতে পা রাখছেন লিওনেল মেসি। ভারতে গোট কনসার্টের সমাপ্তি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। কিন্তু মেসির ভক্তকুলের চিন্তা, প্রবল দূষণের মধ্যেই জনসংযোগ করতে হবে তাঁদের প্রিয় ফুটবলারকে। সোমবার দিল্লির আবহাওয়া পরিসংখ্যান যা বলছে, তাতে বোঝা যাচ্ছে, কয়েকঘণ্টার মধ্যে ২৭টি সিগারেট খেতে হবে মেসিকে। কারণ দিল্লির বাতাসে নিঃশ্বাস নেওয়া এখন একদিনে ২৭টি সিগারেট খাওয়ারই সমতুল।

Advertisement

সোমবার দুপুর ২টো নাগাদ রাজধানীর মাটিতে পা পড়বে লিওর। অরুণ জেটলি স্টেডিয়ামে একগুচ্ছ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে থাকতে পারেন বিরাট কোহলিও। এদিকে সোমবার সকালেও ধোঁয়াশায় ঢেকে দিল্লি এবং সংলগ্ন একাধিক এলাকা। জাহাঙ্গিরপুরায় AQI পৌঁছে গিয়েছে ৪৯৮তে, অর্থাৎ গুরুতর পর্যায়ে। রবিবারের থেকেও সোমবার দিল্লির দূষণের মাত্রা অনেকটা বেড়েছে। বিশ্লেষকরা মনে করেন, দিল্লির বাতাস যে পরিমাণে দূষিত সেটা অনেকটা সিগারেট খাওয়ার সমতুল্য। AQI ৪৯৪ পেরিয়ে যাওয়ার অর্থ দিল্লিবাসী একদিনে ২৭টি সিগারেট পান করছেন।

বাতাসের এহেন অবস্থা, তার মধ্যেই দিল্লিতে আসছেন মেসি। সেই নিয়ে অজস্র মিম ঘুরছে নেটদুনিয়ায়। কেউ লিখছেন, 'শুনেছি মেসির পা নাকি ৯০০ মিলিয়ন ডলার দিয়ে ইনসুরেন্স করানো আছে। কিন্তু ফুসফুসের ইনসুরেন্স আছে কি?' আবার কারোর রসিকতা, মেসির ৮৯৬টি কেরিয়ার গোল আছে, সেটাকেও পেরিয়ে যেতে পারে দিল্লির দূষণের মাত্রা। মেসি-বিরাটকে একসঙ্গে দেখার অপেক্ষায় দিল্লিবাসী। কিন্তু প্রবল ধোঁয়াশার মধ্যে আদৌ দু'জনকে স্পষ্টভাবে দেখা যাবে তো? রয়েছে প্রশ্ন।

উল্লেখ্য, দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। ইতিমধ্যেই তিনটি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বরং লাফিয়ে বেড়েছে দূষণ। দূষণ যে শিশু ও বর্ষীয়ানদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, সেব্যাপারে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এহেন পরিস্থিতিতেই মেসি আসছেন দিল্লিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার সকালেও ধোঁয়াশায় ঢেকে দিল্লি এবং সংলগ্ন একাধিক এলাকা। জাহাঙ্গিরপুরায় AQI পৌঁছে গিয়েছে ৪৯৮তে, অর্থাৎ গুরুতর পর্যায়ে।
  • কেউ লিখছেন, 'শুনেছি মেসির পা নাকি ৯০০ মিলিয়ন ডলার দিয়ে ইনসুরেন্স করানো আছে। কিন্তু ফুসফুসের ইনসুরেন্স আছে কি?'
  • দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার।
Advertisement