shono
Advertisement

লাগাতার বৃষ্টিতে উপত্যকায় জারি বন্যা সতর্কতা, স্থগিত অমরনাথ যাত্রা

পরিস্থিতি মোকাবিলায় তৈরি সেনা৷ The post লাগাতার বৃষ্টিতে উপত্যকায় জারি বন্যা সতর্কতা, স্থগিত অমরনাথ যাত্রা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:43 AM Jul 05, 2018Updated: 11:13 AM Jul 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিনদিন ধরে বিরামহীন বৃষ্টি চলছে জম্মু-কাশ্মীরে৷ একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন৷ ইতিমধ্যে উপত্যকায় জারি হয়েছে বন্যা সতর্কতাও৷  আগামী কয়েকদিন পুঞ্চ ও রাজৌরিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর৷ ওই দুই জায়গায় বন্যার সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা আবহাওয়াবিদদের৷

Advertisement

গত মাসে ভারী বৃষ্টিতে ভিজেছিল উপত্যকা৷ প্রাণহানিও হয়েছিল বেশ কয়েকজনের৷ সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন৷ পুঞ্চের ডেপুটি কমিশনার বলেন, ‘‘পুঞ্চ ও রাজৌরি-সহ উপত্যকার বিভিন্ন নদীর জলস্তরের দিকে নজর রাখা হয়েছে৷ ইতিমধ্যে নদী সংলগ্ন এলাকার নিম্ন অববাহিকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে৷’’ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন তৈরি রয়েছে বলেও জানান তিনি৷

[ভালবাসার প্রমাণ দিতে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা বিজেপি নেতার]

এদিকে, গত ২৬ জুন থেকেই শুরু হয়েছে অমরনাথ যাত্রা৷ পুণ্যধামে যাত্রার প্রথম দিন থেকে শুরু হয়েছে বৃষ্টি৷ খারাপ আবহাওয়ার কারণে বারবারই যাত্রাপথে থমকাতে হচ্ছে পুণ্যার্থীদের৷ বৃষ্টির সঙ্গে রয়েছে হড়পা বান ও ধস৷ বুধবারই বালতাল রুটে ধস নামে৷ পহেলগাম ও বালতাল রুটে আপাতত বন্ধ রয়েছে অমরনাথ যাত্রা৷ পুণ্যভূমি দর্শনে যাওয়ার পথে ইতিমধ্যেই ১১ জন পুণ্যার্থীর প্রাণ গিয়েছে৷

একের পর এক সংঘর্ষবিরতি ও জম্মু-কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছর অমরনাথ যাত্রীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ সেনার তরফ থেকে বেসক্যাম্পগুলির ওপর নজর রাখা হয়েছে৷ হেলিকপ্টারে করে আকাশপথেও চলছে নজরদারি৷ আবহাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে৷ পরিস্থিতির উন্নতি হলেই, পুণ্যভূমির উদ্দেশে রওনা হবেন পুণ্যার্থীরা৷

The post লাগাতার বৃষ্টিতে উপত্যকায় জারি বন্যা সতর্কতা, স্থগিত অমরনাথ যাত্রা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার