সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশ্চর্য কাণ্ডে হতবাক চিকিৎসকরাও। এ কী করে সম্ভব? ৭ মাসের শিশু অন্তঃসত্ত্বা! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের ঘটনা। শিশুটি আচমকা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন একরত্তির গর্ভে রয়েছে বড়সড় ভ্রুণ। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে ২ কেজি ওজনের ওই ভ্রুণ বার করা হয়। আপাতত সুস্থ আছে শিশুটি।
প্রতাপগড় জেলার কুন্দরা এলাকার বাসিন্দা শিশুর পিতা। গত ২৪ জুলাই প্রয়াগরাজের স্বরূপ রানি নেহরু হাসপাতালে নিয়ে আসেন অসুস্থ সন্তানকে। পেটে তীব্র যন্ত্রণা শুরু হলে একরত্তিকে হাসপাতালে আনা হয় বলে জানা গিয়েছে। সিটি স্ক্যানের পরেই ধরা পড়ে তার পেটে রয়েছে ভ্রুণ। উল্লেখ্য, সন্তান প্রসবের পরেই শিশুর মায়ের মৃত্যু হয়েছিল। এদিকে পরীক্ষা করে দেখার পরে স্বরূপ রানি নেহরু হাসপাতালের চিকিৎসক ডা. ডি কুমার নেতৃত্ব অস্ত্রপচার হয় শিশুটির। চার ঘণ্টার অস্ত্রপচারের পরে তার পেট থেকে ২ কেজি ওজনের ভ্রুণ বের হয়।
[আরও পড়ুন: ভিনজাতের ছাত্রীর জলের বোতলে প্রস্রাব ভরল সহপাঠীরা! পদক্ষেপ করেনি স্কুল, তুমুল বিক্ষোভ]
প্রসঙ্গত, চিকিৎসকদের বক্তব্য, শিশুর পেটে ভ্রুণ থাকার ঘটনা বিরল হলেও কিছুক্ষেত্রে এমনটা দেখা যায়। ভ্রুণটি আসলে শিশুর মায়ের। তা কোনওভাবে একরত্তির পেটে চলে গিয়েছিল। ৫ লক্ষ শিশুর মধ্যে এক জনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা দেখা যায়।