shono
Advertisement
Non-Veg Delights

দেশের বাছাই করা ৭ আমিষ পদেই শীতে শরীর থাকবে চাঙ্গা, আগে কোনটা চেখে দেখবেন?

দেখুন তো, আপনার তালিকায় প্রথম পছন্দ কোনটা?
Published By: Buddhadeb HalderPosted: 05:50 PM Jan 10, 2026Updated: 05:50 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তুরে হাওয়ার কনকনে শিরশিরানি আর লেপ-কম্বলের ওম। বাঙালির শীতকাল মানেই তো আলসেমি। আর কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া। তবে এই মরশুমে শুধু স্বাদ নয়, নজর দিতে হবে স্বাস্থ্যের দিকেও। পারদ নামলে শরীর ভিতর থেকে চাঙ্গা রাখা চাই। আর সেই কাজে আমিষ পদের চেয়ে বড় দাওয়াই আর কীই-বা হতে পারে? দেশের বিভিন্ন শহরের সেরা ৭ পদের সন্ধান রইল। দেখুন তো, আপনার তালিকায় প্রথম পছন্দ কোনটা?

Advertisement

হায়দরাবাদি হালিম
শীতের সন্ধ্যায় এক বাটি গরম হালিমের তুলনা নেই। মাংস, ডাল, গম আর সুগন্ধি মশলার মিশেলে তৈরি এই স্টু শরীরকে দীর্ঘক্ষণ গরম রাখে। প্রচুর পরিমাণে ঘি এবং আদা-রসুনের ব্যবহার আপনার স্বাস্থ্যের জন্য একদম পারফেক্ট।

মুম্বইয়ের ভেজা মাসালা
ভোজনরসিকদের কাছে এটি ‘ভেজা ফ্রাই’ নামেই পরিচিত। খাসির মগজকে পেঁয়াজ, টমেটো আর বিশেষ মশলায় কষিয়ে হালকা আঁচে ভাজা হয়। মুম্বইয়ের রাস্তায় এই পদের কদরই আলাদা। আপনিও ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে ভুলতে পারবেন না।

কাশ্মীরের রোগান জোশ
তীব্র ঠান্ডায় শরীরের তাপমাত্রা ধরে রাখতে কাশ্মীরি রোগান জোশের জুড়ি মেলা ভার। মোগলাই ঘরানার এই খাসির মাংসের পদটি মূলত পারস্যের আদব কায়দা মেনে রান্না করা হয়। লাভাস বা খামিরি রুটির সঙ্গে এর কম্বিনেশন অনবদ্য।

পাঞ্জাবের চিকেন টিক্কা
ধোঁয়া ওঠা স্মোকি ফ্লেভারের এই পদ শীতের রাতের আদর্শ স্টার্টার। দই আর মশলার ম্যারিনেশনে তৈরি এই বোনলেস চিকেন সরাসরি আগুনে পুড়িয়ে পরিবেশন করা হয়। সঙ্গে পুদিনার চাটনি আর পেঁয়াজের রিং থাকলে আড্ডা জমে ক্ষীর।

গোয়ার ফিশ ফ্রাই
তটরেখায় বসে গরম মাছ ভাজার স্বাদই আলাদা। কিং ফিশের ফিলেতে সুজি ও চালের গুঁড়োর আস্তরণ দিয়ে মুচমুচে করে ভাজা হয় এই পদ। লেবুর রস আর মশলার মেলবন্ধনে এটি স্বাদে ও গন্ধে অতুলনীয়।

কলকাতার মুর্গ মুসল্লম
কলকাতার হেঁশেলে আওয়াধি মেজাজ আনতে মুর্গ মুসল্লমের বিকল্প নেই। মৃদু আঁচে অনেকটা সময় নিয়ে রান্না করা হয় গোটা মুরগি। প্রচুর মশলার ব্যবহারে তৈরি এই পদের গন্ধে খিদে বেড়ে যায় কয়েক গুণ।

তামিলনাড়ুর চিকেন চেটিনাদ
দক্ষিণ ভারতের এই ঝাল ঝাল চিকেন শীতের কামড় থেকে বাঁচতে দারুণ কার্যকর। নারকেল, পোস্ত আর কারিপাতার বিশেষ পেস্ট ব্যবহার করা হয় এই রান্নায়। পরোটার সঙ্গে এই পদটি একবার খেলে ভুলতে পারবেন না।

শীতের এই অল্প ক’দিন হাতছাড়া করবেন না। পছন্দের শহরের বাছাই করা এই আমিষ পদের স্বাদ নিতে বেরিয়ে পড়ুন আজই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই মরশুমে শুধু স্বাদ নয়, নজর দিতে হবে স্বাস্থ্যের দিকেও।
  • আর সেই কাজে আমিষ পদের চেয়ে বড় দাওয়াই আর কীই-বা হতে পারে?
  • দেশের বিভিন্ন শহরের সেরা ৭ পদের সন্ধান রইল।
Advertisement