shono
Advertisement

Breaking News

Jamai shasthi

মিষ্টান্নের থালায় আম, জাম, কাঁঠাল! পুরনো ও নতুনের মিশেলে জমজমাট জামাইষষ্ঠীর রসনা

জামাই আদরে যেন কোনও খামতি না থাকে তাঁর জন্য ঘরে ঘরে প্রস্তুতি প্রায় সারা।
Published By: Subhankar PatraPosted: 08:59 PM May 31, 2025Updated: 09:08 PM May 31, 2025

সংবাদ প্রতিদিন ব্যুরো: রাত পোহালেই জামাইষষ্ঠী। জামাই আদরে যেন কোনও খামতি না থাকে তাঁর জন্য ঘরে ঘরে প্রস্তুতি প্রায় সারা। মরশুমি ফল, মিষ্ঠি, বিভিন্ন খাবারের পদে জামাই আদরের অপেক্ষায় শাশুড়িকূল। এই দিনে মিষ্টি আলাদা মাত্রা যোগ করে। শহর থেকে জেলা সর্বত্র বিভিন্ন মুখে জল আনা মিষ্টির পসরা সাজিয়ে তৈরি মিষ্ঠান্ন ভান্ডারগুলিও। পুরনো মিষ্টি তো রয়েছেই পাশাপাশি এবার নজর কেড়েছে 'ফল' মিষ্টি। অর্থাৎ বিভিন্ন ফলের আকারে মিষ্টি। তাছাড়া জামাইষষ্ঠী লেখা মিষ্টি, রসগোল্লা, ল্যাংচা, মিহিদানা এগুলো তো আছেই।

Advertisement

হাওড়ার ব্যাতাইতলা বাজারের ১০২ বছরের একটি মিষ্টির দোকানের এবারের বিশেষ আকর্ষণ চিজ বেকড রসগোল্লা। দোকানের মালিক সৈকত পালের কথায়, " পিৎজার সঙ্গে চিজ অনেকেই খেয়েছেন। কিন্তু চিজ বেকড রসগোল্লা একদম নতুন।" যা নজর কাড়ছে সকলের।

এছাড়া এই দোকানের অভিনব মিষ্টির থালিও মন কেড়েছে সবার। সেই থালিতে থাকছে আম, জাম, কাঁঠালের মিষ্টি। তা দেখতে শুধু ফলগুলির মতো না, স্বাদেও 'খাঁটি' ফলের স্বাদের সঙ্গে টেক্কা দেবে বলে জানাচ্ছেন দোকান কর্তৃপক্ষ। এছাড়াও থাকছে জামাইষষ্ঠীর সঙ্গে প্রায় সমার্থক জলভরা সন্দেশও।

পিছিয়ে নেই বর্ধমানও। সেখানকার একটি মিষ্টি দোকানের এবারের বিশেষ আকর্ষণ মিষ্টির বিশেষ থালি। যাতে বিভিন্ন মিষ্টি রয়েছে একসঙ্গে। যার দাম ৬০১ টাকা। অল্প দামে অনেক মিষ্টির প্যাকেজ পেয়ে খুশি ক্রেতারাও।

এছাড়াও শহরের বিভিন্ন নামি-দামি দোকানের মিষ্টি তো আছেই। সব মিলিয়ে জামাইষষ্ঠীর আগের দিন মিষ্টির বাজার জমজমাট। সামাল দিয়ে পারছেন না ব্যবসায়ীরা। সৌকতবাবুর কথায়, "দিন কয়েক ধরে দোকানের কর্মীরা পালা করে ২৪ ঘণ্টায় কাজ করছেন বলা যায়। বাজারে চাহিদা ভালোই রয়েছে। চেনা মিষ্টির কদর তো আছেই সঙ্গে নতুন ধরনের মিষ্টিরও চাহিদা বেড়েছে। পুরাতনের সঙ্গে নতুনের মিশেল ঘটেছে।"

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাত কাটলেই জামাই ষষ্ঠী। জামাই আদরে যেন কোনও খামতি না থাকে তাঁর জন্য ঘরে ঘরে প্রস্তুতি প্রায় সারা।
  • বিভিন্ন মরশুমি ফল, মিষ্ঠি, বিভিন্ন পদ সাজিয়ে জামাই আদরের অপেক্ষায় শাশুড়িকূল।
  • এই দিনে মিষ্টি আলাদা মাত্রা যোগ করে। শহর থেকে জেলা সর্বত্র বিভিন্ন মুখে জল আনা মিষ্টির পসরা সাজিয়ে তৈরি মিষ্ঠান্ন ভান্ডারগুলিও।
Advertisement