shono
Advertisement
FC Goa VS Al Nassr

বিদেশের মাঠে মানরক্ষা হল না, রোনাল্ডোহীন আল নাসেরের বিরুদ্ধে বড় হার এফসি গোয়ার

এসিএল ২-এর গ্রুপ ডি-তে পয়েন্ট শূন্য থাকল গোয়া।
Published By: Prasenjit DuttaPosted: 08:50 AM Nov 06, 2025Updated: 12:19 PM Nov 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে খেলার স্বপ্নপূরণ হল না সন্দেশ জিঙ্ঘানদের। ভারতে পর্তুগিজ কিংবদন্তিকে ছাড়াই দল পাঠিয়েছিল আল নাসের। প্রশ্ন ছিল, এসিএল ২-এর গ্রুপ পর্বের ফিরতি লেগের ম্যাচে কি দলে থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা? শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই এফসি গোয়ার বিরুদ্ধে দল নামালেন আল নাসের কোচ জর্জে জেসুস। রোনাল্ডোহীন আল নাসেরের বিরুদ্ধে অবশ্য ৪-০ গোলে হার স্বীকার করল এফসি গোয়া।

Advertisement

দেশের মাটিতে সৌদি জায়ান্টদের বিরুদ্ধে অসাধারণ লড়াই করেছিল মনোলো মার্কেজের দল। ১-২ গোলে হেরে গেলেও তাদের লড়াকু পারফরম্যান্স প্রশংসিত হয়েছিল। রোনাল্ডো না এলেও খেলেছিলেন সাদিও মানে, জোয়াও ফেলিক্স, ইনিগো মার্টিনেজ, কিংসলে কোমানের মতো তারকারা। ধারেভারে এগিয়ে থাকা দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছিল গোয়া। কিন্তু রিয়াধে তার ছিটেফোঁটাও দেখাতে পারলেন না তাঁরা। ফলস্বরূপ বড় ব্যবধানে হার স্বীকার করতে হল ভারতীয় ক্লাবকে। 

বুধবার ভারতীয় সময় মধ্যরাতে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে আল নাসের। ৫ মিনিটে আকাশ সাংওয়ানকে কাটিয়ে বক্সের ভেতর চলে যান ওয়েসলি। সজাগ ছিল গোয়ার রক্ষণ। ১০ মিনিটে ম্যাচের প্রথম কর্নার পায় সৌদির দল। প্রথম কোয়ার্টারে দেখা যায়, বেশিরভাগ আক্রমণই বাঁদিক দিক থেকে তোলার চেষ্টা করছিল আল নাসের। আবদুল রহমান গারিব বেশ কিছু লো ক্রসও রেখেছিলেন। তাতে অবশ্য ফলপ্রসূ ছিল না। ২০ মিনিটে সুযোগ তৈরি করলেও ব্যর্থ হন ওয়েসলি। চার মিনিট পর আল হাসানের দূরপাল্লার শটে এগিয়ে দিতে পারেনি সৌদির ক্লাব। রক্ষণ আঁটসাঁট রেখেছিলেন গোয়ার ফুটবলাররা। ৩৫ মিনিটে গোলের দেখা পায় আল নাসের। গারিবের নিখুঁত ফ্রিকিকে এগিয়ে যায় তারা। গোয়ার গোলরক্ষক হৃতিক তিওয়ারি ছিলেন নিছক দর্শক। তিন মিনিটের মধ্যে ব্যবধান বাড়াতে পারত নাসের। আল হাসানের শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য নিয়ে শুরু করে আল নাসের। ৫৩ মিনিটে গারিবের গোলে ব্যবধান বাড়ায় তারা। ৬৩ মিনিটে আল নাসেরের গোল মুখে শট নেন গোয়ার সার্বিয়ান ফুটবলার ডেজান ড্রাজিচ। নাসের গোলরক্ষক রাঘিদ নাজ্জার অবশ্য বিশেষ পরীক্ষার মুখে পড়েননি। ৬৫ মিনিটে ফের গোল স্কোর লাইন ৩-০ করেন মহম্মদ মারান। ৮৪ মিনিটে স্কোরশিটে অবদান রাখেন ফেলিক্স। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন গারিব। হৃতিক তিওয়ারিকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত খেলা শেষ হয় ৪-০ অবস্থায়। এই জয়ের ফলে গ্রুপ ডি-তে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসের। এফসি গোয়ার পয়েন্ট শূন্য। তারা ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে খেলার স্বপ্নপূরণ হল না সন্দেশ জিঙ্ঘানদের।
  • তাঁকে ছাড়াই এফসি গোয়ার বিরুদ্ধে দল নামালেন আল নাসের কোচ জর্জে জেসুস।
  • রোনাল্ডোহীন আল নাসেরের বিরুদ্ধে অবশ্য ৪-০ গোলে হার স্বীকার করল এফসি গোয়া।
Advertisement