shono
Advertisement
East Bengal

ইস্টবেঙ্গলের শিরেসংক্রান্তি! ক্লেটনের পর ফিজিওর সঙ্গেও বিচ্ছেদ, হ্যামস্ট্রিংয়ে চোট ক্রেসপোর

সুপার কাপের আগে লাল-হলুদের প্রস্তুতিতে বড় ধাক্কা।
Published By: Prasenjit DuttaPosted: 02:39 PM Apr 17, 2025Updated: 02:47 PM Apr 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ এপ্রিল সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার। যদিও তার আগে লাল-হলুদের প্রস্তুতিতে বড় ধাক্কা। বুধবারই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি ছিন্ন করেছে ইস্টবেঙ্গল। এরই মধ্যে আবার ফিজিও সেনেন ফার্নান্দেজ আলভারেজের সঙ্গেও চুক্তি ছিন্ন করার খবর সামনে এসেছে। এখানেই শেষ নয়, সুপার কাপের আগে চোটের কবলে মিডফিল্ডার সল ক্রেসপো। 

Advertisement

জানা গিয়েছে, স্প্যানিশ মিডফিল্ডার হ্যামস্ট্রিংয়ের চোটে কাহিল। নিজের বাড়ির সিঁড়িতে পিছলে পড়ে চোট পান তিনি। ফলে অনুশীলনে পর্যন্ত নামতে পারেননি। বৃহস্পতিবার মেডিক্যাল রিপোর্টের পর চোট কতটা গুরুতর সেটা বোঝা যাবে। ক্রেসপো মশাল বাহিনীর মাঝমাঠের মূল স্তম্ভ। তিনি ছিটকে গেলে ইস্টবেঙ্গলের মাঝমাঠে প্রভাব পড়তে পারে।

ক্লেটনের বিদায়ের পর সুপার কাপে ইস্টবেঙ্গলের বিদেশির সংখ্যা পাঁচজনে নেমে এসেছে। এর মধ্যে ক্রেসপোর চোট চিন্তায় রাখবে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোকে। এরমধ্যে আরও উদ্বেগজনক খবর, স্প্যানিশ ফিজিও সেনেন ফার্নান্দেজের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছে ইস্টবেঙ্গল। তিনি ছিলেন কার্লেস কুয়াদ্রাত জমানার ফিজিও। তাঁকে আর জি কর ইস্যুতেও পথে নামতে দেখা গিয়েছিল। কিন্তু কেন তাঁকে ছাঁটাই করা হল? আসলে তিনি থাকতেও মরশুমজুড়ে লাল-হলুদ ফুটবলাররা নানান চোট-আঘাত সমস্যায় ভুগেছিলেন। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও সেনেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগও রয়েছে। তিনি নাকি দলের মধ্যে লবিবাজি করতেন।

গত মরশুমের সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। তারা চাইবে ট্রফি ধরে রাখতে। কিন্তু তার আগে নানা টানাপোড়েনে বিদ্ধ লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব। এমনিতেও আইএসএলে নবম স্থানে শেষ করেছে তারা। এএফসি চ্যালেঞ্জ লিগেও ব্যর্থ হয়েছে দল। আর তার মধ্যেই ইস্টবেঙ্গল শিবিরে একের পর এক উদ্বেগের খবর। এখন দেখার, প্রতিকূলতা কাটিয়ে সুপার কাপে কতটা নিজেদের মেলে ধরতে পারে মশাল বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০ এপ্রিল সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার।
  • যদিও তার আগে লাল-হলুদের প্রস্তুতি বড় ধাক্কা খেয়েছে।
  • মিডফিল্ডার সল ক্রেসপোর চোটের খবর সামনে এসেছে। এখানেই শেষ নয়, ফিজিও সেনেন ফার্নান্দেজ আলভারেজের সঙ্গেও চুক্তি ছিন্ন করার খবর সামনে এসেছে।
Advertisement