shono
Advertisement

Breaking News

Mohamed Salah

কোচের সঙ্গে কথা বন্ধ, বিপদকালে লিভারপুল সতীর্থদেরও পাশে পাচ্ছেন না সালাহ!

সালাহর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিদ্বন্দ্বী ক্লাবের প্রাক্তন ফুটবলাররাও।
Published By: Arpan DasPosted: 01:34 PM Dec 10, 2025Updated: 03:19 PM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ সালাহকে নিয়ে বিতর্ক থামার লক্ষণ নেই। লিভারপুল তারকার সঙ্গে আর্নে স্লটের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। চ্যাম্পিয়ন্স লিগে সালাহকে ছাড়াই জয় পেয়েছে লিভারপুল। অনেকে সালাহর পাশে দাঁড়াচ্ছেন ঠিকই, কিন্তু থিয়েরি হেনরির মতো ফুটবলাররা তীব্র বিরোধিতাও করছেন। এই যুদ্ধে সতীর্থদেরও পাশে পাচ্ছেন না তিনি। আবার অনেকে মনে করছেন, সালাহর এই কাণ্ড যেন ক্লাব বনাম প্লেয়ার যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে।

Advertisement

সাম্প্রতিক সময়ে সেভাবে ছন্দে নেই মিশরীয় 'কিং'। তাছাড়া তাঁকে প্রথম একাদশে রাখা হচ্ছে না। সেই নিয়ে মিশরীয় তারকা অভিযোগ করেছিলেন, সব কিছুর জন্যেই তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। তিনি বলেছিলেন, "আমি ক্লাবের জন্য সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে, ক্লাব যেন আমাকে বাসের নিচে ফেলে দিয়েছে। আমার মনে হচ্ছে, সবকিছুর জন্য কেউ আমাকে দোষী সাব্যস্ত করছে।" সালাহর এই মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি লিভারপুল ম্যানেজমেন্ট। সালাহকে বাদ দেওয়া নিয়ে লিভারপুল কোচ আর্নে স্লট বলেছেন, "এটা সম্পূর্ণই ক্লাবের সিদ্ধান্ত। আশা করি, সকলেই আমাদের পাশে থাকবেন।"

তাতে সালাহকে ছাড়াই জয় পেয়েছে লিভারপুল। সেক্ষেত্রে দলের সতীর্থদেরই সেভাবে পাশে পাচ্ছেন না সালাহ। যেমন ম্যাচ জেতার পর 'দ্য রেডস'-এর অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক বলছেন, "সালাহ ও ক্লাবের সঙ্গে যা ঘটেছে, তার জন্যই ও আজ এখানে নেই। কিন্তু তাতে আমাদের জেতার মানসিকতা বদলাচ্ছে না।" কোচ আর্নে স্লট তো বলেই দিলেন, "কেউ ভুল করতেই পারে। কিন্তু সে কি সচেতন যে ভুল করছে? আমি ওর সঙ্গে এই বিষয়ে কথাই বলব না।"

অন্যদিকে ফরাসি কিংবদন্তি ফুটবলার থিয়েরি হেনরি বলছেন, "আমার সঙ্গেও তো আর্সেন ওয়েঙ্গার ও পেপ গুয়ার্দিওলার ঝামেলা হয়েছে। কিন্তু কখনই সেটা প্রকাশ্যে বলিনি। আমি ক্লাবকে রক্ষা করেছি। যে ক্লাবের জার্সি পরছ, তাঁকে রক্ষা করা তোমার কর্তব্যের মধ্যে পড়ে।" হেনরি প্রতিদ্বন্দ্বী ক্লাব আর্সেনালে খেলেছেন। তিনিও সালাহর মন্তব্যে অসন্তুষ্ট। মনে করা হচ্ছে, সালাহ যদি লিভারপুল ছাড়েন, তাহলে সৌদি আরবের ক্লাব আল হিলালে যেতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহম্মদ সালাহকে নিয়ে বিতর্ক থামার লক্ষণ নেই। লিভারপুল তারকার সঙ্গে আর্নে স্লটের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে।
  • এমনকী চ্যাম্পিয়ন্স লিগে সালাহকে ছাড়াই জয় পেয়েছে লিভারপুল।
  • অনেকে সালাহর পাশে দাঁড়াচ্ছেন ঠিকই, কিন্তু থিয়েরি হেনরির মতো ফুটবলাররা তীব্র বিরোধিতাও করছেন।
Advertisement