সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গল সুপার লিগে ছুটছে হাওড়া-হুগলি ওয়ারিয়ার্সের জয়রথ। কোপা টাইগার্স বীরভূমকে ৪-০ গোলে হারাল জোসে ব্যারেটোর দল। অন্যদিকে ড্র হল সুন্দরবন বেঙ্গল অটো এফসি ও জেএইচ রয়্যাল সিটির ম্যাচ। ফলে মেহতাব হোসেন ও শাহিদ রমন, দুই কোচের দলই শীর্ষে ওঠার লড়াইয়ে হাওড়া-হুগলিকে চাপে ফেলতে পারল না।
জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ-লুডোর খেলা চলছে। দুই দলের প্রথম সাক্ষাতে কোপা টাইগার্সকে ৩-০ গোলে হারিয়েছিল হাওড়া-হুগলি। দ্বিতীয় দফায় গোলের ব্যবধান একটি বাড়ল। প্রথমার্ধেই ব্যারেটোর দলকে ১-০ গোলে এগিয়ে দেন তোরে। দ্বিতীয়ার্ধে ম্যাচ সহজেই পকেটে পুরে ফেলে হাওড়া-হুগলি। ৬৩ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন রাহুল পাসওয়ান। ৭১ মিনিটে ব্যবধান বাড়ান ডেভিড। আর ৮৭ মিনিটে ৪-০ করেন আমন। বিএসএলে এখনও জয় অধরা কোপা টাইগার্সের।
অন্যদিকে সুন্দরবন ও রয়্যাল সিটির ম্যাচে কেউ কাউকে জায়গা ছাড়বে না, তা একপ্রকার নিশ্চিত ছিল। দু'টি দলই ধারাবাহিক পারফর্ম করেছে। তবে কিছুটা পিছিয়ে পড়েছে মেহতাব হোসেনের সুন্দরবন। এদিন জিতলে লিগ টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে থাকতে পারত তারা। কিন্তু ড্র করায় সেটা হল না। গোলশূন্য ভাবে শেষ হয় দু'দলের ম্যাচ। ম্যাচের সেরা হন রয়্যাল সিটির ফয়সল আলি।
১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে হাওড়া হুগলি। দ্বিতীয় স্থানে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। ১০ ম্যাচে সুন্দরবনের ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ নর্থ ২৪ পরগনা। পাঁচে রয়েছে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। ১০ ম্যাচে তারা ১৪ পয়েন্টে। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ছয়ে বর্ধমান। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ২।
