দারুণ লড়াই চলছে বেঙ্গল সুপার লিগে। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ-লুডোর খেলা চলছে। সেই লড়াইয়ে সমানে-সমানে টক্কর দিচ্ছে হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স। নৈহাটি স্টেডিয়ামে ব্যারেটোর দল ২-১ গোলে হারাল বর্ধমান ব্লাস্টার্সকে। ১৩ ম্যাচে হাওড়া-হুগলির পয়েন্ট ২৬। জেএইচআর রয়্যাল সিটির সঙ্গে সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে শীর্ষে ওঠা হল না তাদের।
বিএসএলে হাওড়া-হুগলির সফরে উত্থানপতন লেগেই আছে। আগের ম্যাচে হেরেছিল নর্থবেঙ্গল ইউনাইটেডের কাছে। তার আগে রয়্যাল সিটির সঙ্গে ড্র। কিন্তু তারও আগের ম্যাচে ৪-০ গোলে হারিয়েছিল কোপা টাইগার্সকে। এদিন অবশেষে জয়ের সরণিতে ফিরল হাওড়া-হুগলি।
২৫ মিনিটে ব্যারেটোর দলকে এগিয়ে দেন সুমন। মিনিট দশেক পরই ব্যবধান বাড়ান পাউলো। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল হাওড়া-হুগলি। দ্বিতীয়ার্ধে সন্দীপ নন্দীর বর্ধমান ব্লাস্টার্স পালটা লড়াই দেওয়ার চেষ্টা করে। ৬২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান চিজোবা। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। লাল কার্ড দেখেন হাওড়া-হুগলির মনোতোষ চাকলাদার। তা সত্ত্বেও ২-১ গোলে ম্যাচ জেতে তারা। ম্যাচের সেরা হন সুমন। অন্যদিকে বর্ধমান আগের ম্যাচে কোপা টাইগার্সের সঙ্গে ড্র করার পর এদিন হার মানল।
১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়্যাল সিটি। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হাওড়া-হুগলি। গোলপার্থক্যে পিছিয়ে আছে তারা। তৃতীয় স্থানে রয়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২০। চারে নর্থ ২৪ পরগনা এফসি। ১১ ম্যাচে তারা ১৮ পয়েন্টে। পাঁচে বর্ধমান ব্লাস্টার্স। ১৩ ম্যাচে ১৮ পয়েন্টে তারা। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। এরপর ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে এফসি মেদিনীপুর। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩।
