জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ-লুডোর খেলা চলছে। সেই লড়াইয়ে আরও খানিকটা এগিয়ে গেল জেএইচআর রয়্যাল সিটি। বোলপুর স্টেডিয়ামে শাহিদ রামনের ছেলেরা ঘরের টিম কোপা টাইগার্সকে হারাল ৪-১ গোলে। জোড়া গোল স্টিফেনের। একটি করে সজন ও কুলিবালির। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান কমান কোপার তুর্সোনোভ। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়্যাল সিটি।
পরপর দুই ম্যাচ ড্র করার পর মেদিনীপুরকে ৬-১ গোলে হারিয়েছিল রয়্যাল সিটি। এবার তাদের হাতে বধ কোপা টাইগার্সও। যারা কি না বিএসএলে এখনও পর্যন্ত একটাও ম্যাচ জেতেনি। এদিন ৭ মিনিটে রয়্যালকে এগিয়ে দেন স্টিফেন। বাঁ প্রান্ত থেকে কিসকুর ক্রশে পা ছুঁইয়ে গোল করেন স্টিফেন। ১৭ মিনিটে দুরন্ত চিপে ব্যবধান বাড়ান সজন। ৩২ মিনিটে কোপার ডিফেন্ডারদের ভুলে ফের গোল স্টিফেনের। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় রয়্যাল সিটি।
দ্বিতীয়ার্ধেও সমান দাপট ছিল তাদের। তবে রয়্যালের চতুর্থ গোল এল ম্যাচের শেষের দিকে। ব্যক্তিগত দক্ষতায় গোল করেন কুলিবালি। তার মিনিট দুয়েক পর যদিও ব্যবধান কমান তুর্সোনোভ। শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতে শীর্ষে রয়্যাল। অন্যদিকে লিগে এখনও জয়হীন কোপা।
১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল রয়্যাল সিটি। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হাওড়া-হুগলি। তৃতীয় স্থানে রয়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২০। চারে নর্থ ২৪ পরগনা এফসি। ১১ ম্যাচে তারা ১৮ পয়েন্টে। পাঁচে বর্ধমান ব্লাস্টার্স। ১২ ম্যাচে ১৮ পয়েন্টে তারা। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। এরপর ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে এফসি মেদিনীপুর। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩।
