জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ-লুডোর খেলা চলছে। সোমবার বোলপুরে মুখোমুখি হয়েছিল বর্ধমান ব্লাস্টার্স ও নর্থ ২৪ পরগনা এফসি। তবে দু'দলের ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায়। দু'টো দলই লিগ টেবিলে মাঝামাঝি জায়গায় রয়েছে। ফলে বিরাট কোনও অদলবদল হল না। তবে সেরা চারে যাওয়ার জন্য একটা পয়েন্টও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
বিএসএলের শুরুটা ভালো হয়নি বর্ধমান ব্লাস্টার্সের। টানা চার ম্যাচে হারের ধাক্কা ভুলে কামব্যাক করেছে তারা। টানা চারটি ম্যাচও জেতে। আগের সপ্তাহের সেরা কোচও হয়েছিলেন সন্দীপ নন্দী। শক্তিশালী সুন্দরবনকে হারিয়ে উজ্জীবিত ছিল তারা। তবে নর্থ ২৪ পরগনাও যথেষ্ট শক্ত প্রতিপক্ষ। তারা আগের ম্যাচে এফসি মেদিনীপুরকে হারিয়েছিল। এদিন দু'দলের ম্যাচে কেউই গোল করতে পারেনি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর আশা করা হয়েছিল, দ্বিতীয়ার্ধে ফলাফল বদলাতে মরিয়া চেষ্টা করবে দুই দল। সেটা করল ঠিকই। তবে স্কোরলাইন বদলাল না।
এই মুহূর্তে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে হাওড়া হুগলি। দ্বিতীয় স্থানে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। ১০ ম্যাচে সুন্দরবনের ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ নর্থ ২৪ পরগনা। পাঁচে রয়েছে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। ১০ ম্যাচে তাদের ১৪ পয়েন্টে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয়ে বর্ধমান। এরপর ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে এফসি মেদিনীপুর। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ২।
