সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্লো আন্সেলোত্তির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করতে চলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। একটি প্রখ্যাত স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, আন্সেলোত্তির কোচিংয়ে সিবিএফ দারুণ খুশি। তাই ইটালিয়ান কোচের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাইছে ব্রাজিল।
চলতি বছরের মে মাসে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের জাতীয় দলের কোচের পদে যোগ দেন। তারপর থেকে এখনও পর্যন্ত বর্ষীয়ান ইতালিয়ান কোচের কাজে রীতিমতো সন্তুষ্ট ব্রাজিলের ফুটবল কর্তারা। তাঁরা যত দ্রুত সম্ভব আন্সেলোত্তির সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে আগ্রহী। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আন্সেলোত্তির সঙ্গে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে। এমনিতে, আন্সেলোত্তির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের চুক্তি রয়েছে। এখন সিবিএফ চাইছে, দীর্ঘমেয়াদি চুক্তিতে ব্রাজিলের দায়িত্ব আন্সেলোত্তির হাতে তুলে দিতে।
আন্সেলোত্তি আজকের প্রজন্মের অন্যতম সফল কোচ। ব্রাজিলের কোচ হিসাবেও বিস্তর সাফল্য পেয়েছেন তিনি। একটা সময় বিশ্বকাপের বাছাই পর্বে ধুঁকছিল তাঁর দল। কার্লের সময়ের শুরুটা তেমন ভালো না হলেও ক্রমে ছন্দে চলে আসে ব্রাজিল দল। ইতিমধ্যেই বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করে ফেলেছে সেলেকাওরা। এবার অপেক্ষা বিশ্বমঞ্চে দলের হৃত গৌরব পুনরুদ্ধার করার। ২০০২ সালে শেষবার বিশ্বকাপ জেতে ব্রাজিল। যে কোনও মূল্যে এবার সেই
