shono
Advertisement
Carlo Ancelotti

রিয়াল অধ্যায় শেষের পথে! আন্সেলোত্তিকে কোচ করতে আসরে ব্রাজিল

বর্ষীয়ান ইতালিয়ান কোচ জানিয়েছেন যে, রিয়ালে তাঁর ভবিষ্যৎ কী, তা জানেন না।
Published By: Prasenjit DuttaPosted: 12:54 PM Apr 18, 2025Updated: 01:20 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছে রিয়াল মাদ্রিদ। এই বিদায়ের সঙ্গেই রিয়ালে কোচ হিসাবে কার্লো আন্সেলোত্তির ভবিষ‌্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। বর্ষীয়ান ইতালিয়ান কোচ জানিয়েছেন যে, রিয়ালে তাঁর ভবিষ্যৎ কী, তা জানেন না। তাঁর বার্তা, “এই ব‌্যর্থতার পর হয়তো ক্লাব পরিবর্তন আনতে চাইবে। হয়তো সেটা এই বছরই। নতুবা পরের বছর, আমার চুক্তি শেষ হলে। তবে ক্লাবে আমার যেদিন শেষদিন হবে, সেদিন রিয়ালকে ধন‌্যবাদ জানাব। হয়তো সেটা আগামীকালও হতে পারে। দশদিন পরেও হতে পারে। আবার একবছর পরও। তবে যখনই শেষ হবে, আমি রিয়ালকে ধন‌্যবাদই জানাব।” 

Advertisement

এ তো গেল আন্সেলোত্তির বক্তব‌্য। কিন্তু শোনা যাচ্ছে, তাঁকে কোচ করতে মরিয়া হয়ে উঠেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। জানা গিয়েছে, রিয়াল বনাম আর্সেনাল ম‌্যাচ দেখতে ব্রাজিল ফেডারেশনের তরফে ব‌্যবসায়ী দিয়েগো ফার্নান্ডেজ স্যান্টিয়াগো বার্নাব্যুয়ে উপস্থিতও ছিলেন। তিনি নাকি সিবিএফ এবং আন্সেলোত্তির সঙ্গে চুক্তির ব‌্যাপারে মধ‌্যস্থতা করছেন। সূত্রের খবর, ফার্নান্ডেজ প্রতিনিয়ত আন্সেলোত্তির সঙ্গে যোগাযোগ রাখছেন। এদিকে, স্প‌্যানিশ সংবাদমাধ‌্যমের দাবি, রিয়াল সম্ভবত কোপা দেল রে'র ফাইনালের পরই কার্লোকে বিদায় জানাতে চলেছে। যদি তাই হয়, তাহলে লা লিগা শেষ হওয়ার আগেই রিয়ালে শেষ হয়ে যাবে আন্সেলোত্তি-অধ্যায়।

এমনিতে ব্রাজিল ফুটবলের কর্তারা দীর্ঘদিন ধরেই আন্সেলোত্তিকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার জন‌্য উন্মুখ হয়ে রয়েছেন। রিয়ালের সঙ্গে আন্সেলোত্তির চুক্তি নবীকরণ হয়ে যাওয়ায় গতবছর ব‌্যাপারটি বেশিদূর এগোয়নি। কিন্তু চ‌্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ব‌্যর্থতার পর তাঁরা মনে করছেন, আন্সেলোত্তিকে কোচ করার স্বপ্ন এবার হয়তো সফল হবে।

ব্রাজিল চাইছে দ্রুত জাতীয় দলের কোচ নিয়োগ করতে। তারা ইতিমধ্যেই কোচ ডোরিভাল জুনিয়রকে বিদায় জানিয়েছে। তবে রিয়ালের প্রাক্তন প্রেসিডেন্ট র‌্যামন ক‌্যালডেরনের বক্তব‌্য এক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, “আন্সেলোত্তির পরিবর্তে কয়েকটি নাম অবশ‌্যই ঘোরাফেরা করছে। জাভি আলোন্সো এবং যুরগেন ক্লপ এঁদের মধ্যে সবার উপরে। মনে হয় রিয়াল আন্সেলোত্তিকেই সম্ভবত দায়িত্বে রেখে দেবে। জাভি বেয়ার লেভারকুসেনে রয়েছেন। ফলে ওকে পাওয়াটা সহজ হবে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছে রিয়াল মাদ্রিদ।
  • এই বিদায়ের সঙ্গেই রিয়ালে কোচ হিসাবে কার্লো আন্সেলোত্তির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
  • শোনা যাচ্ছে, তাঁকে কোচ করতে মরিয়া হয়ে উঠেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।
Advertisement