সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হতে পারত মেসিময় অনুষ্ঠান। পরিণত হয়েছে চরম বিশৃঙ্খলায়। হাজার হাজার টাকার টিকিট কেটে যুবভারতীতে লিওনেল মেসিকে দেখতে পাননি দর্শকরা। রণক্ষেত্র হয়ে ওঠা যুবভারতী ছেড়ে দ্রুত বেরিয়ে যান মেসি। স্টেডিয়াম থেকেই তিনি রওনা দেন বিমানবন্দরের দিকে। তবে সন্ধ্যাবেলা হায়দরাবাদে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠান হয়েছে। 'গোট ট্যুরের' (Lionel Messi GOAT India Tour) পরবর্তী গন্তব্য মুম্বই। মায়ানগরীতে কী 'ম্যাজিক' দেখাবেন মেসি?
জানা গিয়েছে বিকেলে শুধু হবে 'গোট ট্যুরের' মুম্বই পর্ব। সাড়ে চারটে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় হবে প্যাডেল ম্যাচ। সেখানে থাকতে পারেন ক্রিকেটের 'ঈশ্বর' শচীন তেণ্ডুলকর। ৫টার সময় ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। ৭ বনাম ৭ জনের সেই ম্যাচে বলিউডের সেলিব্রিটিরা অংশগ্রহণ করবেন। সেখানে উপস্থিত থাকবেন মেসি। সেখানেই শচীনের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার কথা। ওয়াংখেড়েতে দর্শকরা দেখতে পারবেন মেসিকে।
অবশ্য এখানেই শেষ নয়। এরপর নির্দিষ্ট দর্শকের জন্য একটি ফ্যাশন শো ও নিলাম হওয়ার কথা। সেখানে আর্জেন্টিনার ২০২২-র বিশ্বকাপ জয়ের স্মারক দেখানো হবে। সেই অনুষ্ঠানে জ্যাকি শ্রফ, জন আব্রাহাম ও করিনা কাপুরের মতো বলি সেলিব্রিটিরা থাকতে পারেন।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নির্বিঘ্নে শেষ হল অনুষ্ঠান। গোটা স্টেডিয়াম ঘুরে দেখেন মেসি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবল খেলেন। বেশ কিছুক্ষণ পায়ে বল নাচান মেসি। স্টেডিয়ামজুড়ে ছিল আলোর খেলা। সব শেষে মেসিকে সংবর্ধনা দেওয়া হয়। আর্জেন্তিনীয় ফুটবল তারকা রাহুল গান্ধীকে একটি সই করা জার্সি উপহার দেন। তার আগে কলকাতায় উদ্যোক্তাদের ব্যর্থতায় বিরাট বিশৃঙ্খলা হয়েছে। ক্ষোভে বোতলবৃষ্টি শুরু হয়। ভেঙে ফেলা হয় ফেন্সিং, চেয়ার। ইতিমধ্যে মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে।
