স্টাফ রিপোর্টার: রবিবার সাড়ম্বরে উদ্বোধন হতে চলেছে বেঙ্গল সুপার লিগ। মালদায় প্রথম দিনেই মুখোমুখি হতে চলেছে উত্তরবঙ্গের দুই দল - জেএইচআর রয়্যাল সিটি এফসি বনাম নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি।
কলকাতা লিগ ছাড়াও এখন থেকে বাংলা ফুটবলের নতুন লিগ হতে চলেছে বিএসএল। ঘরোয়া লিগে যেখানে বিদেশি খেলানো যায় না। এই লিগে দেখা যাবে বিদেশি ফুটবলারদের খেলা। প্রথম দিনেই মুখোমুখি যে দুই দল, সেই দুই দলেই রয়েছে ঘরোয়া লিগে খেলা একাধিক পরিচিত মুখ। জেএইচআর রয়্যাল সিটি এফসিতে রয়েছেন কলকাতা লিগে খেলা পরিচিত মুখ প্রিয়ন্ত সিং, আমিল নঈম। এছাড়াও রয়েছেন গতবারের সন্তোষ ট্রফির সর্বোচ্চ স্কোরার রবি হাঁসদা। দলের কোচ হিসাবে রয়েছেন শাহিদ রমন।
মহামেডান, ভবানীপুরের মতো দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে শাহিদের। রয়্যাল সিটি এফসির হয়ে খেলতে দেখা ব্রাজিলীয় স্ট্রাইকার আলে জুনিয়র, অ্যাটাকিং মিডিও জোয়াও দে পাউলা আর ডিফেন্ডার কুলুকে। দলের কোচ শাহিদ বলছেন, "ওদের কোচের নাম বিশ্বজিৎ ভট্টাচার্য, সেটা মাথায় রাখতে হবে। তবে আমরাও আমাদের মতো চেষ্টা করছি।" বেঙ্গল সুপার লিগ নিয়ে বলতে গিয়ে তিনি যোগ করেন, "এই উদ্যোগটা ভালো প্ল্যাটফর্ম তরুণ ফুটবলারদের কাছে। বাংলার স্থানীয় ফুটবলাররা সুযোগ পাবে এই লিগে।"
অন্যদিকে, নর্থবেঙ্গল ইউনাইটেড এফসির দায়িত্বে রয়েছেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। সহকারী কোচ হয়েছেন সুলে মুসা। এই দলে খেলতে দেখা যাবে উত্তরবঙ্গের ভূমিপুত্র গোলকিপার রাজা বর্মনকে। পাশাপাশি রয়েছেন কলকাতা লিগে দীর্ঘদিন খেলা অমিত চক্রবর্তী। তাঁকেই এবার অধিনায়ক করেছে উত্তরবঙ্গের দলটি। এছাড়াও রয়েছেন রোহিত তামাং, রূপম পালের মতো তরুণ ফুটবলার। দল গঠন করতে গিয়ে তারা জোর দিয়েছে স্থানীয়দের ওপর।
নর্থবেঙ্গলের কোচ বিশ্বজিৎ বলছেন, "অনুশীলন একটু কম হয়েছে। তবে সেটা নিয়ে আর ভাবছি না। এই লিগ নিয়ে স্বপ্ন দেখছে তরুণ ফুটবলাররা। জেলাভিত্তিক লিগ হওয়ায় সুযোগও বেশি। আশা করছি লিগটা দাঁড়িয়ে যাবে। আমাদের স্বদেশি ফুটবলারের পাশাপাশি দু'জন বিদেশি আছে। দু'জনই ঘানার। আবদুল আর কিং। ওরাও মুখিয়ে প্রথম ম্যাচে নামার জন্য।" কোচ বিশ্বজিতের হাত ধরেই কলকাতা লিগে প্রতিষ্ঠা পেয়েছেন ফরোয়ার্ড রবি। ফলে বিএসএলের উদ্বোধনী ম্যাচে আদতে মুখোমুখি হচ্ছেন 'গুরু' এবং 'শিষ্য'।
রবিবার মালদা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের আগে গান গাইবেন দোয়েল গোস্বামী। উপস্থিত থাকবেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, শ্রাচী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, শ্রাচী স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল, সিইও অয়ন বন্দ্যোপাধ্যায়রা। এই লিগের আকর্ষণ বাড়াতে উদ্যোক্তারা বিভিন্ন পদক্ষেপও করেছেন। লিগে থাকছে 'অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্স রেফারি'। বিএসএলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউস। লিগের প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি।
