shono
Advertisement
Brazil Football

আর্জেন্টিনার কাছে লজ্জার হারে 'বোধোদয়', ব্রাজিলের কোচের পদ থেকে ছাঁটাই দোরিভাল জুনিয়র

ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কার্লো আন্সেলোত্তি? জল্পনা তুঙ্গে।
Published By: Arpan DasPosted: 09:41 AM Mar 29, 2025Updated: 09:41 AM Mar 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার ব্যর্থতার জের। সম্প্রতি আর্জেন্টিনার কাছে লজ্জার হার। সব মিলিয়ে চাকরি গেল ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়রের। তাঁর ১৪ মাসের কোচিংয়ে কোনও সাফল্য পায়নি সেলেকাওরা। অবশেষে বিদায় ঘটল দোরিভালের। সেই জায়গায় কার্লো আন্সেলোত্তি আসতে পারেন বলে জল্পনা চলছে।

Advertisement

২০২৪-র শুরুতে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলের দায়িত্ব নেন দোরিভাল। তাঁর আমলে ১৬টি ম্যাচ খেলে ব্রাজিল। তার মধ্যে সাতটি ম্যাচে জয়, সাতটি ম্যাচে ড্র এবং দুটি ম্যাচে হারে তারা। অবশ্য শেষ চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছেন ভিনিসিয়াসরা। ২০২৪-র কোপা আমেরিকা থেকে বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল আছে চতুর্থ স্থানে। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট তাদের। আর সম্প্রতি আর্জেন্টিনার কাছে লজ্জার হার। চির প্রতিদ্বন্দ্বীদের কাছে ৪-১ গোলে হারের তিনদিন পরই দোরিভালকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল ব্রাজিল ফুটবল ফেডারেশন।

সভাপতি এদনাল্ডো রদ্রিগেজ জানান, "দোরিভাল জুনিয়রের কার্যকাল শেষ হল। এবার আমরা বিকল্প খুঁজব। এই নিয়ে বিভিন্ন চর্চা চলছে। তবে এই নিয়ে সভাপতি বা ফেডারেশনের দায়িত্ব প্রাপ্ত কেউ কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।" তবে জল্পনা চলছে যে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আন্সেলোত্তিকে কোচ করতে পারে ব্রাজিল। ২০২২-র বিশ্বকাপের পরই আন্সেলোত্তিকে কোচ করার আগ্রহ দেখিয়েছিল ব্রাজিল ফেডারেশন। কিন্তু সেটা বাস্তব হয়নি। অন্যদিকে রিয়ালের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে আন্সেলোত্তির। কিন্তু রিয়াল যদি চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা এবার না জিততে পারে, তাঁর বরখাস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের পরের ম্যাচ ৪ জুন, ইকুয়েডরের বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লাগাতার ব্যর্থতার জের। সম্প্রতি আর্জেন্টিনার কাছে লজ্জার হার। সব মিলিয়ে চাকরি গেল ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়রের।
  • তাঁর ১৪ মাসের কোচিংয়ে কোনও সাফল্য পায়নি সেলেকাওরা।
  • অবশেষে বিদায় ঘটল দোরিভালের। সেই জায়গায় কার্লো আন্সেলোত্তি আসতে পারেন বলে জল্পনা চলছে।
Advertisement