shono
Advertisement
Brazil Football

জল্পনার অবসান! ব্রাজিলের দায়িত্বে আন্সেলোত্তি, রিয়ালের কোচ হওয়ার পথে জাবি আলোন্সো

কার্লো আন্সেলোত্তিই ব্রাজিলের ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ।
Published By: Arpan DasPosted: 08:41 PM May 12, 2025Updated: 08:41 PM May 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনাই সত্যি হল। ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আন্সেলোত্তি। মরশুম শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হলেই সেলেকাওদের দায়িত্ব নেবেন তিনি। সোমবার ব্রাজিল ফুটবল সংস্থা সেই কথা ঘোষণাও করে দিয়েছে। আর তাহলে রিয়ালের ডাগ আউটে কাকে দেখা যাবে? সেই জায়গায় বেয়ার লেভারকুসেনের কোচ জাবি আলোন্সোর আসা মোটামুটি পাকা।

Advertisement

রবিবারই বার্সেলোনার কাছে ৪-৩ গোলে পরাস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। এখনও তিনটি ম্যাচ বাকি থাকলেও লা লিগা জয়ের আশা কার্যত শেষ। বাকি রয়েছে বলতে ফিফা ক্লাব বিশ্বকাপ। তবে সেখানে দায়িত্বে থাকবেন না ইটালীয় কোচ। বরং মে মাসের শেষ থেকেই জাতীয় দলের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাদের সঙ্গে কাজ শুরু করে দেবেন। বিশ্বকাপ যোগ্যতা অর্জনে জুন মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের সঙ্গে ম্যাচ আছে ব্রাজিলের। মজার বিষয় হল, কার্লো আন্সেলোত্তিই ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হবেন।

জানা যাচ্ছে, মরশুম শেষে আন্সেলোত্তিকে বিদায় সংবর্ধনা দেবে স্পেনের ক্লাব। রিয়ালকে একাধিক ট্রফি দিয়েছেন তিনি। তাই কোনও মনোমালিন্য ছাড়াই উভয়পক্ষ ‘গোল্ডেন হ্যান্ডশেক’ হবে। আর তারপরই এমবাপেদের পরবর্তী কোচ হতে পারেন জাবি আলন্সো। সেটাও মোটামুটি নির্ধারিত হয়েই আছে। শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ফুটবল জীবনে রিয়ালে দীর্ঘদিন খেলেছেন স্প্যানিশ মিডফিল্ডার। কোচ হিসেবে জার্মানির ক্লাব বেয়ার লেভারকুসেনে যোগ দিয়েই বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার তাঁর হাতেই এমবাপেদের ভবিষ্যৎ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জল্পনাই সত্যি হল। ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আন্সেলোত্তি।
  • মরশুম শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হলেই সেলেকাওদের দায়িত্ব নেবেন তিনি।
  • সোমবার ব্রাজিল ফুটবল সংস্থা সেই কথা ঘোষণাও করে দিয়েছে।
Advertisement