shono
Advertisement
Copa America 2024

কোপায় হেরে মিশন বিশ্বকাপ, ঘোষণা ব্রাজিলের এনড্রিকের

এবার কোপার সব ম্যাচেই নিষ্প্রভ ছিলেন এনড্রিক।
Published By: Krishanu MazumderPosted: 04:15 PM Jul 08, 2024Updated: 06:27 PM Jul 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলের জার্সিতে খেলেছেন মোটে দশটা ম্যাচ। তারমধ্যে প্রথম একাদশে জায়গা পেয়েছেন মাত্র একবার। সেটা ভারতীয় সময় রবিবার ভোরে, উরুগুয়ের বিরুদ্ধে কোপা আমেরিকার (Copa America 2024) কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে হেরেছে ব্রাজিল, বলার মতো কিছু করতে পারেননি তিনিও।
শুধু এই ম্যাচ নয়, এবার কোপার সব ম্যাচেই একেবারেই নিস্প্রভ ছিলেন তিনি। অর্থাৎ এনড্রিক। ১৭ বছরের যে কিশোরকে চিহ্নিত করা হচ্ছে সাম্বা ব্রিগেডের নতুন উত্তরসূরি হিসাবে। কোপার ব্যর্থতার পর তিনিও শুনিয়েছেন ভবিষ্যতে ভালো ফল করার কথা। “আমরা ব্রাজিলকে ফের শীর্ষে ফেরাতে চাই। এজন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। একইসঙ্গে নিজেদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করব। আমি জানি, এখন সময়টা সহজ নয়। তবে আমরা চাই, অনুরাগীরা যেন এই দলকে সমর্থনের কাজটা বন্ধ না করেন,” বলেছেন এনড্রিক। অবশ্য এবারই প্রথম নয়, ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পরও এমন কথাই শোনা গিয়েছে সাম্বা ব্রিগেড থেকে। কিন্তু দলের যে কোনও উন্নতি হয়নি, তা এবার কোপায় সেলেকাওদের পারফরম্যান্স থেকেই স্পষ্ট।

Advertisement

[আরও পড়ুন: আন্তর্জাতিক মহিলা ফুটবলে জঙ্গলমহলের মৌসুমী, দেশের জার্সি গায়ে নামবেন মায়ানমারের বিরুদ্ধে]


প্রথমবার শুরু থেকে খেলার ম্যাচটা অবশ্য একেবারেই স্মরণীয় থাকল না এনড্রিকের জন্য। পুরো ম্যাচে তাঁর টাচের সংখ্যা ২৩, গোল লক্ষ্য করে শট নিয়েছেন মাত্র একটা। অবশ্য এমন পারফরম্যান্সের জন্য সতীর্থদের সহযোগিতা না পাওয়াও অন্যতম কারণ। মাঝমাঠ থেকে সেভাবে বলের জোগানই পেলেন না। ফলে প্রতিপক্ষ বক্সে এনড্রিক একা হয়ে গেলেন বারবার। অবশ্য ম্যাচ হারের পর আর ব্রাজিল নয়, এনড্রিকের ভাবনায় জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন মরশুমের শুরুতেই স্পেনের রাজধানীতে পারি দেবেন ব্রাজিলিয়ান তারকা। সেই প্রসঙ্গে তিনি বলে গেলেন, “এখন আমি শুধুই রিয়াল মাদ্রিদের কথা ভাবছি। আজকে আমরা ম্যাচটা হেরে গিয়েছি, সেটা নিয়ে কথা বলা কঠিন। কিন্তু মানসিকভাবে আমি এখন মাদ্রিদে।”
দল ভালো খেলেনি। বিদায় নিয়েছে কোপা থেকে। তারপরও কোচ ডোরিভাল জুনিয়র বলছেন, “আমরা প্রতি ম্যাচ থেকেই ইতিবাচক কিছু খোঁজার চেষ্টা করছি। তবে এদিন সত্যিই আমরা ভালো খেলিনি। টেকনিক্যাল পর্যায়ে একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি দল। কিন্তু আমরা এই ম্যাচ থেকেও শিক্ষা পেয়েছি। ছেলেরা লড়াই করেছে, নিজের সেরাটা দিয়েছে। দল সাহস দেখিয়েছে। ফলে এই ম্যাচেও ইতিবাচক দিকই বেশি। তবে কেন সুযোগ পেয়েও আমরা উরুগুয়েকে হারাতে পারলাম না, সেটা পর্যালোচনা করে দেখব।” সত্যিই তো। এখন পর্যালোচনা ছাড়া আর কি-ই বা করবেন ডোরিভাল?

[আরও পড়ুন: সেমি ভুলে ফাইনাল ভাবনা সাউথগেটদের, বর্ণবিদ্বেষীদের পাল্টা স্যাঞ্চো-ফার্দিনান্দদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্রাজিলের জার্সিতে খেলেছেন মোটে দশটা ম্যাচ।
  • তারমধ্যে প্রথম একাদশে জায়গা পেয়েছেন মাত্র একবার।
  • সেটা ভারতীয় সময় রবিবার ভোরে, উরুগুয়ের বিরুদ্ধে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে।
Advertisement