সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে (Brazil Football Team) হারতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। বিশ্বকাপও খুব একটা ভালো যায়নি নেইমারদের কাছে। এবার তিনি নেই। দায়িত্ব এসে পড়েছে নতুনদের উপর। তিতেকে সরিয়ে নতুন কোচ হয়েছেন দোরিভাল জুনিয়র। এবার কি কোপায় (Copa America 2024) বাজিমাত করতে পারবে সেলেকাওরা? একনজরে ব্রাজিলের শক্তি-দুর্বলতা।
গ্রুপ ডি
বিশ্ব র্যাঙ্কিং ৪
কোচ: দোরিভাল জুনিয়র।
চলতি বছরের শুরুতেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচিংয়ের কঠিন দায়িত্ব এসে পড়ে দোরিভালের উপর। এখনও পর্যন্ত চমকপ্রদ কিছু করতে পারেননি তিনি। নতুন টিমকে সাজিয়ে নিতে যে সময় লাগবে, সেটাই স্বাভাবিক। তবে ব্রাজিল ভক্তদের আশ্বস্ত করতে পারে আর্জেন্টিনার স্কালোনির ইতিহাস। তিনিও কিন্তু ব্যর্থতা পেরিয়ে সাফল্যের মুখ দেখেছিলেন।
শক্তি: চোটের জন্য নেইমার জুনিয়র নেই। বাদের তালিকায় রয়েছেন ক্যাসিমিরোর মতো মিডফিল্ডার। তবে একরাশ তরুণ প্রতিভার কাঁধে এখন ব্রাজিলের গুরুভার। যাঁদের ইতিমধ্যেই ইউরোপীয় ফুটবলে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত। ভিনিসিয়াস, রদ্রিগোরা গতি আর স্কিলে দুরন্ত ফুটবল খেলছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। সেই ফর্মই ধরে রাখতে চাইবেন কোপাতে। লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেজদের মতো ইপিলের তারকাও সাহায্য জোগাবেন পিছন থেকে। তবে বিশেষ নজর রাখতে হবে ১৭ বছর বয়সি এন্ড্রিকের দিকে। যাকে এর মধ্যেই কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বিশ্বফুটবল কাঁপাতে তৈরি এন্ড্রিক।
[আরও পড়ুন: ব্যাটে-বলে অনবদ্য করণ লাল, সহজেই শ্রাচী রাঢ় টাইগার্সকে হারাল লাক্স শ্যাম কলকাতা]
দুর্বলতা: নেইমারের অভাব ভোগাতে পারে সেলেকাওদের। ব্রাজিলের জার্সিতে আক্রমণের নেতৃত্বে থাকেন তিনি। আল হিলাল তারকার জায়গা কে নেয়, সেটা দেখার। সমস্যা অন্য জায়গাতেও আছে। ডিফেন্সে কারা খেলবেন, তা নিয়ে দ্বিধা রয়েছে। সেক্ষেত্রে অভিজ্ঞতার অভাব বাধা হয়ে উঠতে পারে। রিজার্ভ বেঞ্চও খুব একটা শক্তিশালী নয়। তাছাড়া তুমুল প্রত্যাশার চাপ রয়েছে ভিনিসিয়াসদের উপরে। দীর্ঘদিন সাফল্য নেই। পুরনো সাম্বা ছন্দের ঝলক কতটা কার্যকরী, তা নিয়েও প্রশ্ন উঠছে। ব্রাজিলের কাছে এবার সুযোগ সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার।
সম্ভাব্য প্রথম একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মারকুইনস, এদের মিলিতাও, ওয়েন্ডেল, জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেজ, রদ্রিগো, এন্ড্রিক, ভিনিসিয়াস জুনিয়র।