বাবা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। মা বিশ্ববিখ্যাত মডেল। তাঁদের মেয়ে যে প্রতিভাবান হবে সে তো বলাই বাহুল্য। তবে ফুটবল বা মডেলিংয়ে নয়। আলানা মার্টিনা কাঁপিয়ে দিল গান গেয়ে। ৮ বছরের খুদের কণ্ঠে টাইটানিকের বিখ্যাত গান শুনে পড়ে নেটপাড়া বলছে, 'কী মিষ্টি!' কে এই আলানা? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজের মেয়ে।
একদিকে ফুটবল, অন্যদিকে পরিবার। দু'টোকেই সমান প্রাধান্য দেন রোনাল্ডো। ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচারেও পরিবারের ছবি। ২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। সব মিলিয়ে পাঁচ সন্তান রয়েছে আল নাসের তারকার। বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। তারপর ২০১৭ সালে রোনাল্ডো ও জর্জিনার প্রথম সন্তান আলানা মার্টিনা। অবশ্য ওই বছরই সারোগেসির মাধ্যমে আরও দুই সন্তান হয় রোনাল্ডোর। এরপর ২০২২-এ যমজ সন্তান হয় দু'জনের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পুত্রসন্তানকে বাঁচানো যায়নি। আরেক মেয়ে বেলা এখন পরিবারের সবচেয়ে খুদে সদস্য।
বাবা রোনাল্ডোর সঙ্গে মেয়ে আলানা। ফাইল ছবি
তা কথা হচ্ছে আলানাকে নিয়ে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও দিয়েছেন জর্জিনা। সেখানে দেখা যায়, গান গাইছে খুদে আলানা। যদিও তার মুখ দেখা যাচ্ছে না। টাইটানিক সিনেমার সেলিন ডিওনের বিখ্যাত গান 'মাই হার্ট উইল গো অন' গাইছে সে। একেবারে সুর-তাল মিলিয়ে। এমনকী যেভাবে সুরের উঁচু 'নোট'গুলো অনায়াসে গাইছে, তাতে কে বলবে বয়স মাত্র ৮! আর সেরকম মিষ্টি-সুরেলা গলা। যা শুনে নেটপাড়ার বক্তব্য, 'পরিবারের সবাই প্রতিভাবান।'
আরও একটি বিষয় খেয়াল করেছেন নেটিজেনরা। রোনাল্ডো পর্তুগিজ, জর্জিনা জন্মসূত্রে আর্জেন্টিনার। কিন্তু আলানা গানটি গাইছে নিঁখুত ইংরেজিতে। অবশ্য এটাই প্রথম নয়। এর আগে আলানার একাধিক গানের ভিডিও শেয়ার করেছিলেন জর্জিনা। উল্লেখ্য, 'আলানা' নামটি রোনাল্ডোর দেওয়া, আর 'মার্টিনা' নামটি বেছে নিয়েছিলেন জর্জিনা।
