shono
Advertisement
ISL

ডার্বি ৩ মে, ঘরের মাঠে কবে খেলছে ইস্ট-মোহন? একনজরে আইএসএলে তিন প্রধানের সূচি

উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। যুবভার‍তী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স।
Published By: Anwesha AdhikaryPosted: 10:30 AM Jan 27, 2026Updated: 02:33 PM Jan 27, 2026

দীর্ঘ ডামাডোলের অবসান। বহু বিতর্ক, লাগাতার বৈঠক, ফুটবলারদের কশোভ-সমস্ত কিছুর পর অবশেষে শুরু হতে চলেছে আইএসএল (ISL)। সোমবার টুর্নামেন্টের খসড়া সূচি প্রকাশ করেছে ফেডারেশন। প্রত্যেকটি দল সবমিলিয়ে ১৩টি করে ম্যাচ খেলবে। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। যুবভার‍তী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ইস্টবেঙ্গলের আইএসএল অভিযান শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে। মহামেডান মাঠে নামছে ১৫ ফেব্রুয়ারি।

Advertisement

খসড়া সূচি প্রকাশ করে ফেডারেশনের তরফ থেকে বলা হয়েছে, ক্লাব এবং টেন্ডারে আগ্রহীদের কথামতো এই সূচি পরিবর্তিত হতে পারে। সেকারণেই গ্রুপ পর্বের একেবারে শেষ সপ্তাহের সূচি এখনও ঠিক করা হয়নি। কিন্তু আইএসএলের পূর্ণাঙ্গ সূচি কবে প্রকাশিত হবে সেই নিয়ে কিছু ঘোষণা করা হয়নি। আগামী ২ ফেব্রুয়ারি টেন্ডার খোলা হবে। তারপর আলোচনা করেই সম্ভবত চূড়ান্ত সূচি ঘোষণা করবে ফেডারেশন।

তবে খসড়া সূচি দেখেই ক্যালেন্ডারে চোখ রাখতে শুরু করে দিয়েছেন ফুটবলপ্রেমীরা। কলকাতা ডার্বি হবে আগামী ৩ মে, রবিবার। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। প্রত্যেকবারের মতোই এবারও দুই দলেরই ঘরের মাঠ যুবভারতী। মহামেডানের জন্য জামশেদপুরকে বেছে নেওয়া হয়েছে ঘরের মাঠ হিসাবে। আরও বেশ কয়েকটি মাঠকে দু'টি করে দলের হোম গ্রাউন্ড হিসাবে ব্যবহার করা হবে।

আইএসএলে মোহনবাগানের সূচি:

  • ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স (কলকাতা) বিকেল ৫টা
  • ২৩ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি (কলকাতা) সন্ধে ৭:৩০
  • ২৮ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম মহামেডান (মুম্বই অথবা অন্যত্র) সন্ধে ৭:৩০
  • ৬ মার্চ মোহনবাগান বনাম ওড়িশা এফসি (ভুবনেশ্বর) বিকেল ৫টা
  • ১৪ মার্চ মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (বেঙ্গালুরু) সন্ধে ৭:৩০
  • ২০ মার্চ মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি (কলকাতা) সন্ধে ৭:৩০
  • ৪ এপ্রিল মোহনবাগান বনাম জামশেদপুর এফসি (জামশেদপুর) বিকেল ৫টা
  • ১২ এপ্রিল মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি (কলকাতা) সন্ধে ৭:৩০
  • ১৯ এপ্রিল মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (গুয়াহাটি) সন্ধে ৭:৩০
  • ২৬ এপ্রিল মোহনবাগান বনাম ইন্টার কাশী (কলকাতা) সন্ধে ৭:৩০
  • ৩ মে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (কলকাতা) সন্ধে ৭:৩০
  • ৯ মে মোহনবাগান বনাম এফসি গোয়া (গোয়া) বিকেল ৫টা
  • তারিখ ঘোষণা হয়নি-মোহনবাগান বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি

আইএসএলে ইস্টবেঙ্গলের সূচি: 

  • ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (কলকাতা) সন্ধে ৭:৩০
  • ২১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (কলকাতা) বিকেল ৫টা
  • ২৭ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি (কলকাতা) বিকেল ৫টা
  • ৫ মার্চ ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (কলকাতা) বিকেল ৫টা
  • ১৪ মার্চ ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স (কলকাতা) বিকেল ৫টা
  • ২১ মার্চ ইস্টবেঙ্গল বনাম মহামেডান (জামশেদপুর) বিকেল ৫টা
  • ১১ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি (চেন্নাই) বিকেল ৫টা
  • ১৬ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি (কলকাতা) সন্ধে ৭:৩০
  • ২৪ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি (কলকাতা) সন্ধে ৭:৩০
  • ২৮ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি (কলকাতা) সন্ধে ৭:৩০
  • ৩ মে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (কলকাতা) সন্ধে ৭:৩০
  • ৮ মে ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি (মুম্বই) সন্ধে ৭:৩০
  • তারিখ ঘোষণা হয়নি-ইস্টবেঙ্গল বনাম ইন্টার কাশী

আইএসএলে মহামেডানের সূচি: 

  • ১৫ ফেব্রুয়ারি মহামেডান বনাম জামশেদপুর এফসি (জামশেদপুর) বিকেল ৫টা
  • ২০ ফেব্রুয়ারি মহামেডান বনাম এফসি গোয়া (গোয়া) সন্ধে ৭:৩০
  • ২৮ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম মহামেডান (মুম্বই অথবা অন্যত্র) সন্ধে ৭:৩০
  • ৭ মার্চ মহামেডান বনাম বেঙ্গালুরু এফসি (বেঙ্গালুরু) সন্ধে ৭:৩০
  • ১৩ মার্চ মহামেডান বনাম চেন্নাইয়িন এফসি (চেন্নাই) বিকেল ৫টা
  • ২১ মার্চ ইস্টবেঙ্গল বনাম মহামেডান (জামশেদপুর) বিকেল ৫টা
  • ৩ এপ্রিল মহামেডান বনাম পাঞ্জাব এফসি (দিল্লি) সন্ধে ৭:৩০
  • ১২ এপ্রিল মহামেডান বনাম ইন্টার কাশী (ভুবনেশ্বর) বিকেল ৫টা
  • ১৭ এপ্রিল মহামেডান বনাম ওড়িশা এফসি (ভুবনেশ্বর) সন্ধে ৭:৩০
  • ২৬ এপ্রিল মহামেডান বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (দিল্লি) বিকেল ৫টা
  • ৩ মে মহামেডান বনাম মুম্বই সিটি এফসি (জামশেদপুর) বিকেল ৫টা
  • ১০ মে মহামেডান বনাম কেরালা ব্লাস্টার্স (কোঝিকোড়) বিকেল ৫টা
  • তারিখ ঘোষণা হয়নি-মহামেডান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement