দুলাল দে: 'গৃহযুদ্ধে'র আবহে কোচ অস্কার ব্রুজোর পাশেই দাঁড়াল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার সাফ জানিয়ে দিলেন, অস্কারের নেতৃত্বেই টিম চলবে। স্প্যানিশ হেডস্যর যা বলবেন সেটাই ফাইনাল। গোলকিপার কোচ সন্দীপ নন্দীর পদত্যাগ বিতর্ক নিয়ে দেবব্রত বলেন, সুপার কাপের পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।
আই এফ এ শিল্ড ফাইনালে হারের পরই পদত্যাগ করেন সন্দীপ। সাংবাদিকদের কাছে রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি। কিন্তু প্রথম থেকেই অস্কারের পাশে থেকেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। ইমামি কর্তা আদিত্য আগরওয়াল জানান, “এতদিন যদি এত সমস্যা ছিল সন্দীপের, তাহলে কেন ও আগে এই সমস্যার কথা জানাননি?" এবার সাংবাদিক বৈঠকে এসে একই সুরে কথা বললেন দেবব্রতও।
ইস্টবেঙ্গল কর্তার কথায়, "অস্কারের কোচিংয়েই দল আজকের মতো পারফরম্যান্স করার জায়গায় এসেছে। সাংবাদিক থেকে শুরু করে সকলেই বলেছেন, অনেকদিন পরে কোনও ডার্বিতে ইস্টবেঙ্গলকে এতখানি দাপট দেখিয়ে খেলতে দেখা গিয়েছে।" দেবব্রত আরও বলেন, যাই হয়ে যাক না কেন, ইস্টবেঙ্গল ড্রেসিংরুমে পারফরম্যান্সটাই শেষ কথা। অস্কারের নেতৃত্বে টিম চলবে। ইস্টবেঙ্গলের আস্থা আছে অস্কারের উপর। অস্কার যা বলবেন তাই ফাইনাল।
তবে মাঠের বাইরে যাই হয়ে যাক, আপাতত ইস্টবেঙ্গলের একটাই ফোকাস-সুপার কাপ। এদিন দেবব্রত বলেন, পদত্যাগের পর সন্দীপ নন্দী লিখিতভাবে ক্লাবকে কিছু জানাননি। সুপার কাপের আগে এই নিয়ে কিছু বলতে চাননি দেবব্রত। কারণ টুর্নামেন্টের অন্যদিকে মন দিতে চান না ক্লাবের কর্তাদের কেউই। তবে লাল-হলুদের প্রাক্তন ফুটবলারদের কাছে দেবব্রতর আবেদন, কারোর কোনও অভিযোগ থাকলে তা সংবাদমাধ্যমের কাছে না জানিয়ে সরাসরি ক্লাবকে জানান।
