shono
Advertisement
Euro Cup 2024

ফের ভক্তের 'ভালোবাসার আক্রমণ'! অল্পের জন্য বাঁচলেন রোনাল্ডো

তুরস্ক-পর্তুগাল ম্যাচের দিন পাঁচ জন সিআর৭ ভক্ত নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন।
Published By: Arpan DasPosted: 05:07 PM Jun 27, 2024Updated: 06:49 PM Jun 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জর্জিয়ার বিরুদ্ধেও গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। চলতি ইউরোয় (Euro Cup 2024) এখনও জালে বল জড়াতে পারেননি পর্তুগালের কিংবদন্তি ফুটবলার। সেই সঙ্গে পেনাল্টি চেয়ে হলুদ কার্ড দেখেছেন তিনি। দল হেরেছে ২-০ গোলে। আর ম্যাচ শেষে ফের ভক্তের 'ভালোবাসার আক্রমণ'-এর সামনে পড়তে হল তাঁকে। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় অল্পের জন্য বাঁচলেন সিআর৭।

Advertisement

গোল না পেলেও তিনিই পর্তুগাল (Portugal Football) ম্যাচের প্রধান আকর্ষণ। তাঁকে একবার ছুঁয়ে দেখার জন্য মাঠে ঢুকে পড়েন ভক্তরা। তুরস্ক-পর্তুগাল ম‌্যাচের সময় এক নয়, দুই নয়, পাঁচ জন সিআর-ভক্ত নিরাপত্তা কর্ডন ভেঙে মাঠে ঢুকে পড়েন! রোনাল্ডোর সঙ্গে শুধুমাত্র একটা সেলফি তুলতে! ছ’নম্বর জন বহু চেষ্টা করেও পর্তুগাল মহাতারকার কাছাকাছি পৌঁছতে পারেননি বটে। কিন্তু তাঁকে তাড়া করতে গিয়ে একজন নিরাপত্তাকর্মী আবার হুমড়ি খেয়ে পড়েন পর্তুগাল স্ট্রাইকার গঞ্জালো র‌্যামোসের ঘাড়ে। পর্তুগাল স্ট্রাইকার সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যান মাটিতে। পরে তাঁকে খোঁড়াতেও দেখা যায়।

[আরও পড়ুন: ‘এটা বিশ্বকাপের পিচই নয়’, হারের পর আইসিসিকে নিশানা আফগান কোচের]

জর্জিয়া ম্যাচের পরের ঘটনা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারত। খেলার শেষে টানেলের দিকে নেমে যাচ্ছিলেন রোনাল্ডো। সেই সময় এক ভক্ত উপর দিয়ে ঝাঁপ দিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা ঘিরে ধরেন রোনাল্ডোকে। মূহূর্তের তৎপরতায় বেঁচে যান পর্তুগিজ তারকা। নয়তো ওই ভক্ত সরাসরি লাফিয়ে পড়তেন রোনাল্ডোর গায়ে। বড়সড় চোটও লাগতে পারত। এ যাত্রায় অল্পের জন্য বেঁচে যান সিআর৭।

এই ধরনের ঘটনা নিয়ে আগেও বিরক্তি জানিয়েছিলেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। কেবল মার্তিনেজ নন, বিশ্বের নানা প্রান্ত থেকেই প্রশ্ন ওঠে ইউরোয় খেলা ফুটবলারদের নিরাপত্তা নিয়ে। এহেন পরিস্থিতিতে নড়েচড়ে বসে উয়েফা (UEFA)। ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী ভেঙে কেউ মাঠে ঢুকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার পরও একই ঘটনা ফিরল শালকের স্টেডিয়ামে।

[আরও পড়ুন: ‘কোহলির মতো লম্ফ ঝম্প করে না, কিন্তু…’, সেমিফাইনালের আগে রোহিতের বিরাট প্রশংসায় কপিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জর্জিয়ার বিরুদ্ধেও গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি ইউরোয় এখনও জালে বল জড়াতে পারেননি পর্তুগালের কিংবদন্তি ফুটবলার।
  • সেই সঙ্গে পেনাল্টি চেয়ে হলুদ কার্ডও দেখেছেন তিনি। দলও হেরেছে ২-০ গোলে।
  • ম্যাচ শেষে ফের ভক্তের 'ভালোবাসার আক্রমণ'-এর সামনে পড়তে হল তাঁকে।
Advertisement